নারায়ণগঞ্জের ফতুল্লায় তিনটি অবৈধ পলিথিন কারখানাকে চার লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে বিপুল পরিমান নিষিদ্ধ পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করা হয়েছে। গত বুধবার ফতুল্লার ভ্ুঁইগড় এলাকায় চারটি অবৈধ কারখানায় র্যাব, পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। পরে শহরের পশ্চিম দেওভোগে আরেকটি কারখানায় অভিযান চালায় র্যাব।
এসময় কারখানাগুলোতে পরিবেশ অধিদপ্তর সহ সরকারের সংশ্লিষ্ট দফতরের অনুমোদন ছাড়া অবৈধভাবে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের প্রমান পাওয়া যায়। ফলে সোহাগ পলিথিন কারখানাকে এক লাখ টাকা, আল মদিনা কারখানাকে দুই লাখ টাকা এবং আব্বাসিয়া পলিমার কারখানাকে এক লাখ টাকা সহ মোট চার লাখ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম। পরে কারখানাগুলোতে তল্লাশি করে প্রায় ১৭ টন নিষিদ্ধ পলিথিন ও প্লাস্টিক দানা সহ পলিথিন তৈরির কাঁচামাল জব্দ করে আইনশৃংখলা বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম।
আর নিষিদ্ধ পলিথিন উৎপাদনরোধে জনসচেতনতা মূলক প্রচারণা সহ অভিযান অব্যাহত থাকবে বলে র্যাব জানিয়েছেন র্যাব-১১ ’র অধিনায়ক (সিও) লেঃ কর্ণেল এইচ এম সাজ্জাদ হোসেন।