কুমিল্লা-৬ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের ১৫ শতক জমি ও একটি বাড়ি জব্দের পাশাপাশি ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। একই ধরনের আদেশ এসেছে নরসিংদী-২ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আশরাফ খানের প্রায় আড়াই একর জমি, গুলশানের একটি ফ্ল্যাট ও ৩০টি ব্যাংক হিসাবের বিষয়ে। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আলাদা আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন গালিব এসব আদেশ দেন। দুদক বলছে, বাহারের বাড়িটির মূল্য প্রায় ১৬ কোটি টাকা; জমির দাম ৩৮ লাখ ৮০ হাজার টাকার মত। অন্যদিকে আনোয়ারুল আশরাফের জমি ও ফ্ল্যাটের ‘দলিল মূল্য’ ৪ কোটি ২৩ লাখ টাকা। এছাড়া আনোয়ারুল আশরাফের যে ৩০টি হিসাব অবরুদ্ধেরে আদেশ এসেছে, তাতে ৩ কোটি ৭৭ লাখ টাকা থাকার কথা বলছে দুদক।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বলেন, দুটি আবেদনই করেন কমিশনের উপপরিচালক রেজাউল করিম। বাহাউদ্দিন বাহার ২০০৮ সাল থেকে টানা চার বার নৌকার মনোনয়নে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। অন্যদিকে নরসিংদী-২ আসন থেকে ২০০৮, ২০১৮ এবং ২০২৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদে যান আনোয়ারুল আশরাফ।