সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকা থেকে এবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষাধিক ঘনফুট সাদাপাথর। সেগুলো প্রতিস্থাপনের বিষয়টি প্রক্রিয়াধীন। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতকাল বৃহস্পতিবার দুপুর থেকে অভিযান চালিয়ে পাথরগুলো উদ্ধার করে সিলেট সদর উপজেলা প্রশাসন। এ সময় তাদের সহযোগীতা করে এপিবিএন সদস্যরা। সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকায় আগে থেকে জব্দ করা কিছু পাথর কোম্পানীগঞ্জের সাদাপাথরে প্রতিস্থাপনের জন্য প্রশাসন কাজ করছিল।
গ্রাম-গঞ্জ-শহর
সিলেটে পুকুর থেকে দেড় লক্ষাধিক ঘনফুট পাথর উদ্ধার
সিলেট সদর উপজেলার ধোপাগুল ও লালবাগ এলাকা থেকে এবার পুকুর থেকে উদ্ধার করা হয়েছে প্রায় দেড় লক্ষাধিক ঘনফুট সাদাপাথর।