টেকনাফ (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের টেকনাফে ২ বিজিবি’র অভিযানে এক লাখ দশ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে।

আটক মায়ানমারের নাগরিক মৃত আব্দুল আমিনের কামাল হোসেন (৪২)।

শনিবার (৪ মে) দুপুরে টেকনাফ ২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান গণমাধ্যম কে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মায়ানমার থেকে মাদকের একটি বড় চালান নাফ নদী দিয়ে বাংলাদেশের ভূখণ্ডে অনুপ্রবেশ করতে পারে। প্রাপ্ত গোয়েন্দা তথ্য বিশ্লেষণপূর্বক, ব্যাটালিয়ন অধিনায়ক ৩ মে রাতে সাবরাং বিওপি’র দায়িত্বাধীন এলাকায় একটি সুসমন্বিত অভিযান পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেন। পরিকল্পনা অনুযায়ী, দায়িত্বপূর্ণ এলাকায় বেশ কয়েকটি কৌশলগত স্থানে বিশেষ নৌটহল মোতায়ন করা হয়। পরে, মধ্যরাতে ব্যাটালিয়ানের গোয়েন্দা নজরদারিতে নাফ নদির মায়ানমার অংশে একটি নৌকার সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হলে নিকটবর্তী স্থানে অপেক্ষারত নৌ-টহলকে দ্রুত অভিযান পরিচালনার জন্য নিয়োজিত করা হয়।

আটককৃত আসামি ও জব্দকৃত মাদকদ্রব্য যথাযথ আইনি প্রক্রিয়ায় টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।