সাভার সংবাদদাতা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ১৯ আসনে মনোনয়নপত্র জমাদানের শেষ দিনে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি, জামায়াত ও স্বতন্ত্রসহ ১০টি রাজনৈতিক দলের প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় অধিকাংশ প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করেন বলে অভিযোগ ওঠে। এসময় দলীয় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন, যা নির্বাচন কমিশনের নির্দেশনার পরিপন্থী।
সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত সাভার উপজেলা পরিষদে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা।
মনোনয়ন ফরম জমাকারীরা হলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মাওলানা মো. আফজাল হোসাইন, বিএনপির মনোনীত প্রার্থী ডা. দেওয়ান মো. সালাউদ্দিন বাবু, জাতীয় পার্টির মো. বাহাদুর ইসলাম, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ইসরাফিল হোসেন সাভারী, গণঅধিকার পরিষদের অ্যাডভোকেট শেখ শওকত হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফারুক খান, খেলাফত মজলিসের এ কে এম এনামুল হক, বাংলাদেশ মুসলিম লীগের মো. কামরুল ইসলাম, লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিবি) চৌধুরী হাসান সারওয়ার্দী শেষ এবং স্বতন্ত্র প্রার্থী মোঃ হারুনুর রশিদ। এছাড়া ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিলশানা পারুল।
নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-১৯ আসনে মোট ভোটার সংখ্যা ৭ লাখ ৪৭ হাজার ৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩ লাখ ৭৯ হাজার ৯০৭ জন, মহিলা ভোটার ৩ লাখ ৬৭ হাজার ১৫০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৩ জন। বিপুল সংখ্যক ভোটারকে কেন্দ্র করে এলাকায় নির্বাচনী উত্তাপ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। মনোনয়ন ফরম জমাকে কেন্দ্র করে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে প্রার্থীদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এ সময় প্রার্থীরা নিজ নিজ দলের আদর্শ, কর্মসূচি ও উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে ভোটারদের সমর্থন পাওয়ার আশাবাদ ব্যক্ত করেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়ন ফরম জমা গ্রহণের কার্যক্রম হয়েছে।
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৯ (কোতোয়ালী, বাকলিয়া, চকবাজার ও ডবলমুরিং আংশিক) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ডা. একেএম ফজলুল হক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র জমা দিয়েছেন।
গতকাল সোমবার (২৯ ডিসেম্বর ২০২৫) দুপুর ৩.৩০ টায় তিনি চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের নিকট মনোনয়ন পত্র দাখিল করেন।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ও চট্টগ্রাম ৯ আসনের পরিচালক ফয়সল মুহাম্মদ ইউনুছ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস এম লুৎফর রহমান, চট্টগ্রাম মহানগর উত্তর ছাত্রশিবিরের সেক্রেটারি মোমিনুল হক, মহানগরীর জামায়াতের কর্মপরিষদ সদস্য আমির হোছাইন ও প্রফেসর মুহাম্মদ নুরুন্নবী, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার,বাকলিয়া থানা আমীর সুলতান, আহমদ, অধ্যাপক সিরাজউদ্দৌলা, কোতোয়ালি থানা সেক্রেটারি মোস্তাক আহমদ, চকবাজার থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদূর রশিদ, চট্টগ্রাম- ৯ আসনের সদস্য সচিব তাওহিদুল ইসলাম আজাদ, শ্রমিক কল্যাণ কোতোয়ালী সভাপতি হামিদুল ইসলাম, কোতোয়ালি থানা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব আ ন ম জুবায়ের, এডভোকেট আরিফুল ইসলাম প্রমুখ।
মহানগরী আমীর মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, চট্টগ্রাম-৯ আসনের সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ নেতৃত্ব প্রত্যাশা করছে। একজন বিশিষ্ট ডাক্তার, সমাজসেবক ও আদর্শবান মানুষ হিসেবে ডা. একেএম ফজলুল হক ইতোমধ্যে এ এলাকার মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছেন।
ডা. একেএম ফজলুল হক বলেন, চট্টগ্রাম-০৯ আসনের সাধারণ মানুষের অধিকার, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচনে অংশগ্রহণ করছি। জনগণের ভালোবাসা ও দোয়া নিয়ে একটি ইনসাফ ভিত্তিক, কল্যাণমুলক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করতে চাই, ইনশাআল্লাহ।
খুলনা
খুলনা ব্যুরো
এটি একটি স্মরণীয় দিন। দীর্ঘদিন পর দেশের মানুষ নিরপেক্ষ পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পেতে যাচ্ছে। জুলাই বিপ্লবের রক্তসিক্ত রাজপথ দিয়েই গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনয়নপত্র দাখিলের পর এ সব কথা বলেন, খুলনা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু।
গত সোমবার দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকারের কাছে মনোনয়নপত্র দাখিল জমা দেন তিনি। মনোনয়নপত্র জমা শেষে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের মানুষ টানা তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি। সেই বেদনা নিয়েই তারা অপেক্ষা করছিল। জুলাই বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার একটি উৎসবমুখর নির্বাচন হতে যাচ্ছে। আমরা আজ সেই নির্বাচনী যাত্রায় পা রাখলাম। তিনি আরও বলেন, দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক আন্দোলন, ছাত্র-জনতার আত্মত্যাগ এবং অসংখ্য নেতাকর্মীর রক্তের বিনিময়ে আজকের এই পরিবেশ সৃষ্টি হয়েছে। আমরা একটি মানবিক, শান্তিপূর্ণ ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনের শপথ নিয়েছি। এখানে অন্যায়, অনিয়ম, চাঁদাবাজি, দখলদারিত্বের কোনো স্থান থাকবে না, বলেন তিনি। নজরুল ইসলাম মঞ্জু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে উল্লেখ করে খুলনাবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।
নাটোর-৪ আসনে মনোনয়নপত্র
জমা দিলেন ৪ জন
গুরুদাসপুর (নাটোর) : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহন করতে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বিএনপি প্রার্থী মো. আব্দুল আজিজ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. এমদাদুল্লাহ গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জামায়াতের প্রার্থী আব্দুল হাকিম বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং এবি পার্টির মোকছেদুল মোমিন নাটোর জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
উল্লেখ্য, নাটোর-৪ আসনে আবু হেনা মোস্তফা কামাল, মো. আবুল কাশেম, এম ইউসুফ আহম্মেদ মনোনয়নপত্র উত্তোলন করলেও জমা দেননি বলে জানা গেছে। প্রার্থীরা উৎসবমুখর পরিবেশে নিয়ম মেনে মনোনয়নপত্র জমা দিয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং করেন।
নারায়ণগঞ্জ
সোনারগাঁ : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী প্রিন্সিপাল ড. মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসিফ আল জিনাতের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন সোনারগাঁ উত্তর জামায়াতের সভাপতি মো. ইসহাক মিয়া, সেক্রেটারি মাওলানা ইব্রাহিম মিয়া, সোনারগাঁ দক্ষিণ জামায়াতের সেক্রেটারি আসাদুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা আমির কফিল আহম্মাদসহ দলটির স্থানীয় নেতাকর্মীরা।
মনোনয়ন জমা দেয়ার পর ড. ইকবাল হোসাইন ভূঁইয়া সাংবাদিকদের বলেন, তফসিল ঘোষণার পর থেকেই তাঁরা নির্বাচনী কার্যক্রম শুরু করেছেন। দুই উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ চালানো হয়েছে। তিনি দাবি করেন, জনগণ পরিবর্তন ও ন্যায়ের শাসন দেখতে চায়।
তিনি আরও বলেন, নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হলে এই আসনে জামায়াতে ইসলামী বিজয়ী হবে বলে তিনি আশাবাদী।
চকরিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াতে ইসলামী মনোনীত কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আবদুল্লাহ আল ফারুক। গতকাল সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩টায় ইউএনও কার্যালয়ে চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার মো. শাহীন দেলোয়ারের হাতে আনুষ্ঠানিকভাবে তিনি মনোনয়নপত্র জমা দেন। এতে সঙ্গে ছিলেন কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি মুহাম্মদ হেদায়েত উল্লাহ, চকরিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল বশর, চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর আরিফুল কবির, পেকুয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইমতিয়াজ উদ্দিন ও মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আমীর মাওলানা ফরিদুল আলম।
চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে জামায়াত মনোনীত প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন।
গত সোমবার বেলা ১টায় চাঁদপুর জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার এর কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন শহর জামায়াতের আমীর এড. শাহজাহান খান, সদর আমীর অধ্যাপক মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, জেলা জামায়াত নেতা এড. শেখ ছালেহ, সমাজসেবক আব্দুস শুক্কুর মস্তান, সেক্রেটারি শেখ বেলায়েত হোসাইন, সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, সদরের সেক্রেটারি মুহাম্মদ জুবায়ের হোসাইন খানসহ নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা।
আমি চাঁদপুর-৩ আসনে মনোনয়ন ফরম দাখিল করেছি। আমি আশা করছি, এই আসনের বাসিন্দারা নিরাপদে থাকবে। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেবেন। লাইসেন্সবিহীন যে অস্ত্র দিয়েছে জনগণের নিরাপত্তার জন্য তা উদ্ধার করা দরকার। অস্ত্র উদ্ধারের ব্যাপারে সরকার যে আশ্বাস দিয়েছে, সে আশ্বাস বাস্তবায়ন হয় তাহলে অবাধ ও সুষ্ঠুভাবে নির্বাচন হবে। আমরা সবাই মিলে চাঁদপুরকে নতুনভাবে গড়ার প্রত্যাশা নিয় যাত্রা শুরু করলাম। আমরা মনে করি ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং ভোট দিবে।
বড়লেখা (মৌলভীবাজার)
মৌলভীবাজার-১ (বড়লেখা ও জুড়ী) সংসদীয় আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সোমবার ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে বড়লেখা উপজেলায় পাঁচজন এবং জুড়ী উপজেলায় একজন সংসদ সদস্যপ্রার্থী মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীরা হলেন- বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ মিঠু, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আমিনুল ইসলাম, খেলাফত মজলিস ও ১০ দলীয় জোটের মনোনীত প্রার্থী মৌলভী লুকমান আহমদ, জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আহমেদ রিয়াজ উদ্দিন এবং স্বতন্ত্র প্রার্থী বেলাল আহমদ ও মো. শরিফুল ইসলাম।
মেহেরপুর
মেহেরপুর জেলা জামায়াতের পক্ষ থেকে ৭৩ মেহেরপুর-১ ও ৭৪ মেহেরপুর-২ সংসদীয় ২টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা নির্বাচন রিটারিং কর্মকর্তার কাছে। আজ মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ৭৩ মেহেরপুর -১ জামায়াতের মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় মজলিসে সোনার অন্যতম সদস্য জেলা জামায়াতের আমীর মাওলানা তাজউদ্দীন খান, ও ৭৪ মেহেরপুর-২ (গাংনী) সংসদীয় আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা জামায়াতের শূরা ও কর্ম পরিষদের সদস্য ও গাংনী পৌরসভার সাবেক চেয়ারম্যান জনাব মোঃ নাজমুল হুদা। এ সময়ে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ ইকবাল হুসাইন, জেলা রাজনৈতিক সেক্রেটারি মাওলানা রুহুল আমিন, জেলা বায়তুলমাল সম্পাদক মোঃ জার্জিস হুসাইন সদর উপজেলা আমীর মাওলানা সোহেল রানা, গাংনী উপজেলা আমীর ডাক্তার রবিউল ইসলাম, সেক্রেটারি মাওলানা জাহাঙ্গীর আলম, পৌর আমীর সোহেল রানা ডলার, গাংনী পৌর আমীর মোঃ আহসানুল হক, সদর উপজেলা সেক্রেটারি মাস্টার জাব্বারুল ইসলাম, সহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কিশোরগঞ্জ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে কিশোরগঞ্জে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাদের কাছে শেষ দিনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীরা। দুপুর দুইটার দিকে কিশোরগঞ্জ-১ (সদর ও হোসেনপুর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।
বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মোসাদ্দেক ভুঁইয়া মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিশোরগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসলাম মোল্লার হাতে তারা মনোনয়নপত্র জমা দেন।
কিশোরগঞ্জ-২ (কটিয়াদী ও পাকুন্দিয়া) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী মাও শফিকুল ইসলাম মোড়ল। বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন কিশোরগঞ্জের জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আসলাম মোল্লার হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ ও তাড়াইল) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক মন্ত্রি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. ওসমান ফারুক। জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল অব জিহাদ খান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তারের হাতে তিনি মনোনয়নপত্র জমা দেন।
ডোমার
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে নির্বাচনী মাঠে রাজনৈতিক তৎপরতা ও উত্তাপ বাড়তে শুরু করেছে।
গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার ইমরানুজ্জামানের কাছে আনুষ্ঠানিকভাবে তাঁর মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল হক, ডোমার উপজেলা আমীর অধ্যাপক আব্দুল হাকিমসহ ডোমার ও ডিমলা উপজেলার বিভিন্ন পর্যায়ের দলীয় নেতাকর্মীরা। মনোনয়নপত্র দাখিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার বলেন, “ডোমার-ডিমলার মানুষের কাছে আমি পরিচিত। চরম দুঃসময়ে কখনো কাউকে ফেলে যাইনি। জনগণের ন্যায়বিচার ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে আমি এই নির্বাচনে অংশগ্রহণ কৃরেছি। দাঁড়িপাল্লার বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাআল্লাহ।”
লালমনিরহাট
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর মনোনয়ন ফরম সোমবার ২৯ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ লালমনিরহাট জেলা রিটার্নিং কর্মকর্তা ও লালমনিরহাট জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের নিকট জমা দিয়েছে। লালমনিরহাট সদর- ৩ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও লালমনিরহাট জেলা আমীর এবং জননেতা এ্যাডভোকেট আবু তাহের, লালমনিরহাট (আদিতমারী-কালীগঞ্জ)-২ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জনপ্রিয় নেতা এ্যাডভোকেট মোঃ ফিরোজ হায়দার লাভলু, লালমনিরহাট (পাটগ্রাম- হাতীবান্ধা)-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় নেতা মোঃ আনোয়ারুল ইসলাম রাজু। মনোনয়ন ফরম জমা দেয়ার সময় উপস্থিত ছিলেন। জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি হাফেজ শাহ আলম, লালমনিরহাট জেলা জামায়াতের সাবেক আমীর এ্যাডভোকেট আব্দুল বাতেন, সাবেক আমীর অধ্যাপক আতাউর রহমানসহ জেলা ও উপজেলা জামায়াত নেতৃবৃন্দ।
ঝিনাইদহ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝিনাইদহ-২ (সদর-হরিনাকুন্ডু) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবুবকর।
সোমবার বিকেলে তিনি ঝিনাইদহ জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এর কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম জমা দেন।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা নায়েবে আমীর আ. আলীম, জেলা সহকারী সেক্রেটারি তাজুল ইসলাম, জেলা উলামায়ে মশায়েখ পরিষদের সভাপতি মুহাদ্দিস রবিউল ইসলাম, উপজেলা আমীর ড. হাবিবুর রহমান, ঝিনাইদহ-২ আসনের নির্বাচনী বাইতুলমাল সম্পাদক ও সাবেক উপজেলা আমীর মতিয়ার রহমান, অ্যাডভোকেট শফিউল আলমসহ দলটির জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।