বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১১ অক্টোবর ২০২৫ শনিবার বিকেলে দিনাজপুরে বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উদ্যোগে, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস ও ১৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং এবতেদায়ি মাদরাসা ও নন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চাকুরী এমপিওভুক্ত করণের দাবি আদায়ের লক্ষ্যে শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা মুহাদ্দিস ডক্টর এনামুল হক। আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সভাপতি অধ্যক্ষ মশিউর রহমান রাজু এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর সদর-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মইনুল আলম, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা সহকারী অধ্যাপক মেহরাব আলী, আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা তৈয়ব আলী।
শিক্ষক সমাবেশে আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সেক্রেটারি হাফেজ মুজাহিদুল ইসলাম এর সঞ্চালনায় আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশন দিনাজপুর জেলা শাখার উপদেষ্টা সিরাজুল ইসলাম, সাদিকুল ইসলাম শাহ, কলেজ শিক্ষক পরিষদ দিনাজপুর জেলা শাখার সভাপতি হাবিবুর রহমান, মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি প্রভাষক মাওলানা মাসুম তারিফ, মাধ্যমিক স্কুল পরিষদের জেলা শাখার সভাপতি লুৎফর রহমান, এবতেদায়ি শিক্ষক পরিষদ জেলা শাখার সভাপতি ওমর ফারুক, আদর্শ শিক্ষক ফেডারেশন সদর উপজেলা সভাপতি আবুল হাশেম ও চিরিরবন্দর উপজেলা সভাপতি রাজিউল ইসলাম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।
চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে এমপিও ভুক্ত কলেজ, স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসাও নন এমপিও ভুক্ত ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধা দ্রুত পরিশোধের দাবি করেছে সংগঠনটির নেতৃবৃন্দ। গতকাল শনিবার সকাল সাড়ে দশটায় কালেক্টরেট স্কুল এন্ড কলেজের সামনে থেকে মিছিলের মাধ্যমে কর্মসূচি সূচনা হয়। কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে মিছিলটি শুরু হয়ে গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান, সাধারণ সম্পাদক শফিউল আলম বকুল, সহ সভাপতি মাওলানা জহুরুল ইসলাম, আদর্শ শিক্ষক পরিষদের সভাপতি দামুড়হুদা পাটাচুড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান আলীও চুয়াডাঙ্গা আদর্শ কেদারগঞ্জ মাধ্যীমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর হোসেন। মিছিল শেষে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরের মুক্ত মঞ্চে আদর্শ শিক্ষক ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা জহুরুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক শফিউল আলম বকুলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা আজিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, এমপিওভুক্ত স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষকদের ৫০% বাড়ি ভাড়া, ১০০% বোনাস, ১৫শ টাকা চিকিৎসা ভাতা, এবতেদায়ি মাদরাসা ও নন এমপিও ভ। শিক্ষক-কর্মচারীদের চাকরি এমপিওভুক্তকরণ ও শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ তহবিল পাওনাদি দ্রুত পরিষদের দাবি জানান।
তিনি আরে বলেন, দীর্ঘদিন ধরে সরকার এমপিও শিক্ষকদের সাথে তামাশা শুরু করেছে। আমাদের দাবি মানতে হবে। ন্যায্য দাবি না মানলে আগামীতে রাজপথে নামবো। আর তাই শিক্ষকদের দাবি আদায় করেই ছাড়বো। আমাদের বছরের ঈদ বোনাস সবকিছু সঠিকভাবে শিক্ষকদের বণ্টন করে দিতে হবে সরকারের। দেশের যারা উপদেষ্টা তাদেরকে বলতে চায় শিক্ষক জাতির কারিগর হিসেবে কাজ করে। চিকিৎসা ভাতা, ওষুধ ভাতাও বাড়ি ভাড়া ও ১০০ শতাংশ বোনাস আমাদের এই দাবি মানতে হবে। আদর্শ শিক্ষক ফেডারেশনের এগুলো যৌক্তিক দাবি। শিক্ষকদের বেতন ভাতার বৈষম্য দুর করতে হবে। একাধিকবার আমাদের ভাতা দেয়ার কথা বললেও দেয়নি সরকার। তাই শিক্ষকদের যৌক্তিক এই দাবি মানতে হবে সরকারের।
সমাবেশে চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারির ও জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা এ্যাড. মাসুদ পারভেজ রাসেল বলেন, এই দেশকে সামনে এগিয়ে দেয়ার জন্য যাদের নেতৃত্বে দেশের সন্তানরা আলোকিত হয় তারা হচ্ছে শিক্ষক। শিক্ষকরা যে দাবিগুলো করছে আমরা মনে করি এটা তাদের যৌক্তিক দাবি। তাদের বেতন ভাতা অর্ধেক এটি মানা যায় না। বর্তমান সরকারকে জানায় শিক্ষকদের এই দাবিগুলো মানতে হবে। দেশের জাতি গঠনে ও সার্বভৌমত্ব রক্ষা নিশ্চিত করার জন্য শিক্ষকদের সর্বোচ্চ সম্মানের ভুমিকায় নিয়ে যেতে হবে।
সমাবেশে বক্তব্য রাখেন, চুয়াডাঙ্গা জেলা মাধ্যমিক শিক্ষক পরিষদের সভাপতি শাহজাহান আলী, জেলা শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুর হোসেন, আলমডাঙ্গা নওলামারি ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুল লতিফ কলম, দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল মাওয়ালানা জুলফিকার আলী, বদরগঞ্জ বাকিবিল্লাহ কামিল মাদরাসার প্রিন্সিপাল রুহুল আমিন জীবননগর থানা ফাজিল মাদরাসার প্রিন্সিপাল আব্দল খালেক প্রমুখ।