ধামরাই (ঢাকা) সংবাদদাতা : বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ঢাকা ২০ আসনের ৪ বারের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার জিয়াউর রহমান খানের চতুর্থ মৃত্যুবার্ষিকী অনুষ্ঠিত হয় শুক্রবার বিকেলে ধামরাইয়ের ইসলামপুর কেন্দ্রীয় জামে মসজিদে বাদ আছর ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি । এসময় ধামরাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল মান্নান ফিরোজ , সদস্য সচিব সুজন মাহমুদ , পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাসুম আহাম্মেদ , সদস্য সচিব রাশেদুল ইসলাম প্রমুখ । বিএনপির এই প্রয়াত নেতা ২০২১ সালের ২৪ শে এপ্রিল রাজধানী ইম্পেরিয়াল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু বরন করেন ।

দোয়া মাহফিল শেষে সবার মাঝে তোবারক বিতরন করা হয় ।