কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সাংবাদিক সমাজের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার, সমসাময়িক রাজনৈতিক বাস্তবতা, জনস্বার্থ এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় গণমাধ্যমের গঠনমূলক ভূমিকা নিয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ জানুয়ারি) সকাল ১১টায় আল ফালাহ মিলনায়তনে খোকসা-কুমারখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী মনোনীত ৭৮ (খোকসা-কুমারখালী) কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও সাবেক কুমারখালী উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আফজাল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা সেক্রেটারি সোহরাব উদ্দিন, কুমারখালী উপজেলা আমীর মোঃ আফতাব উদ্দিন, খোকসা উপজেলা আমীর মোঃ নজরুল ইসলাম, কুমারখালী সহকারী সেক্রেটারি সাবেক বাগুলাট ইউনিয়নের চেয়ারম্যান মাওলানা শামসুদ্দিন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী কলেজ কার্যক্রম সম্পাদক ইমরান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রধান অতিথি মোঃ আফজাল হোসেন বলেন, কুমারখালীর ঐতিহ্যবাহী তাঁত শিল্পকে আধুনিকায়ন করে আবারও তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা হবে। পাশাপাশি কুমারখালী ও খোকসা উপজেলায় পৃথক দুটি প্রেসক্লাব ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। মাদক নির্মূলে থাকবে সর্বোচ্চ কঠোরতা—এ বিষয়ে কোনো ধরনের আপোষ করা হবে না বলেও তিনি জানান।
তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে সংখ্যালঘু ও ভিন্ন ধর্মাবলম্বীদের প্রতি কোনো বৈষম্যমূলক আচরণ করা হবে না। সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারবে। ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত সাংবাদিকদের মধ্যে ছিলেন কুমারখালী প্রেসক্লাবের সভাপতি ও মাই টিভির উপজেলা প্রতিনিধি লিপু খন্দকার, দৈনিক নয়া দিগন্তের মাল্টিমিডিয়া প্রতিনিধি ও সাধারণ সম্পাদক সোহাগ মাহমুদ খান, জি টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি কাজী সাইফুল ইসলাম, বিজয় টিভির কুমারখালী-খোকসা প্রতিনিধি তানভীর লিটন, বাংলা টিভির প্রতিনিধি এম এ উল্লাহ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মাসুদ রানা, দৈনিক সংগ্রাম খোকসা প্রতিনিধি ও যুগ-যুগান্তর কুষ্টিয়া জেলা প্রতিনিধি আমীর হামজা, দৈনিক ভোরের ডাকের কুমারখালী প্রতিনিধি মোশারফ হোসেনসহ খোকসা-কুমারখালীর বিভিন্ন গণমাধ্যমকর্মীরা।
মতবিনিময় সভাটি সঞ্চালনা করেন কুমারখালী পৌর জামায়াতের আমীর ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট রবিউল ইসলাম।