মহেশখালী (কক্সবাজার) সংবাদদাতা : মহেশখালী উপজেলার পৌরসভা ও বড় মহেশখালী নতুন বাজারে লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রয়ের অপরাধে ২টি মামলায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করলেন- মহেশখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যজিস্ট্রেট দীপক ত্রিপুরা। ৯ এপ্রিল বিকালে মোবাইল কোর্ট পরিচালনা কালে লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রয়ের অপরাধে মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-২০১০ অনুযায়ী ২(দুই) টি মামলায় ২ (দুই) জন ব্যক্তিকে সর্বমোট ৪০,০০০/- (চল্লিশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ আব্দুল্লাহ আল মাসুদ এবং বাংলাদেশ নৌবাহিনীর একটি চৌকস টিম। মহেশখালী উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, মহেশখালীতে লাইসেন্স বিহীন মৎস্য খাদ্য ও পশু খাদ্য বিক্রয়ের অপরাধে ২টি মামলায় ২ জনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এই অভিযান অব্যাহত থাকবে।