মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী, গাজীপুর মহানগর শাখার উদ্যোগে বর্ণাঢ্য বিজয় র্যালি ও র্যালি-পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকালে গাজীপুর মহানগরের শিববাড়ি এলাকায় আয়োজিত এই কর্মসূচিতে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং বিজয়ের চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও কল্যাণরাষ্ট্র গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি আফজাল হোসাইন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মেট্রো সদর থানা জামায়াতের সিনিয়র নায়েবে আমীর মোঃ ছাদেকুজ্জামান খান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর মহানগর জামায়াতের আমীর ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য অধ্যাপক জামাল উদ্দীন।
প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর মহানগর জামায়াতের আমীর অধ্যাপক জামাল উদ্দীন বলেন, মহান বিজয় দিবস আমাদের আত্মত্যাগ, ত্যাগের মহিমা, ন্যায় ও ইনসাফের শিক্ষা দেয়। মুক্তিযুদ্ধের প্রকৃত চেতনা বাস্তবায়ন তখনই সম্ভব, যখন সমাজ থেকে দুর্নীতি, বৈষম্য ও জুলুম দূর করে ন্যায়বিচারভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। তিনি বলেন, জামায়াতে ইসলামী শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে জনগণকে সঙ্গে নিয়ে একটি মানবিক বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিজয়ের এই দিনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও মানুষের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর নায়েবে আমীর ও গাজীপুর-২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ হোসেন আলী, এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য আবু সাঈদ মুহাম্মদ ফারুক। তারা বিজয়ের চেতনাকে ধারণ করে সাংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর প্রকাশনা সেক্রেটারি মাওলানা এখলাস উদ্দিন পবিত্র কুরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির গাজীপুর মহানগরীর সভাপতি মোঃ রেজাউল করিম, কাশিমপুর থানা জামায়াতের আমীর মোঃ ফরহাদ হোসাইন, কোনাবাড়ী থানা জামায়াতের আমীর ডা. কবির হোসাইন, বাসন থানা জামায়াতের আমীর মাওলানা আকরামুল ইসলাম, পূবাইল থানা জামায়াতের আমীর আশরাফ আলী কাজল, ব্যবসায়ী বিভাগ জামায়াত গাজীপুর মহানগরীর সভাপতি গোলাম মোস্তফা, এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গাজীপুর মহানগরীর সেক্রেটারি ফারদিন হাসান হাসিব।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গাজীপুর মহানগরীর সহকারী সেক্রেটারি মোঃ আজহারুল ইসলাম মোল্লা, ডক্টর হাফিজুর রহমান,বায়তুল মাল সেক্রেটারি মাওলানা শাখাওয়াত হোসাইন, অফিস সেক্রেটারি আবু সিনা মামুন, সদর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রব গাজী, ডা. আমজাদ হোসেন খানসহ মহানগর ও থানা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাপনী বক্তব্য প্রদান করেন ডা. আমজাদ হোসেন। আলোচনা সভা শেষে একটি সুসংগঠিত ও বর্ণাঢ্য বিজয় র্যালি শিববাড়ি এলাকা থেকে শুরু হয়ে শিমুলতলী রোডের বটতলা এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে অংশগ্রহণকারী নেতাকর্মীরা বিজয়ের চেতনায় উদ্দীপ্ত বিভিন্ন স্লোগানে পুরো এলাকা মুখর করে তোলে।