ইসলামী ব্যাংক বাংলাদেশের অন্যতম প্রতিষ্ঠাতা, দৈনিক সংগ্রামের সাবেক চেয়ারম্যান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মরহুম মোহাম্মদ ইউনুছের ২৩ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইউনুছ মেমোরিয়াল ফাউন্ডেশন ও ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশন ঢাকা কর্তৃক বনানী কবরস্থান জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার চম্পকনগর গ্রামের এক নিভৃত পল্লিতে জন্ম হয় এই ক্ষণজন্মা পুরুষটির। ইউনুছ মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি দিদারুল আলম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি কবির আহম্মদ।
বিশেষ অতিথি হিসেবে, ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা রাশেদুল হাসান রানা, রমনা থানা জামায়াতের নায়েবে আমির ও ছাগলনাইয়া ওয়েলফেয়ার এসোসিয়েশনের সেক্রেটারি এডভোকেট সুলতান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান ভূঁইয়া, ইঞ্জিনিয়ার আজিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক জানে আলম ভূঁইয়া, কামরুজ্জামান ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম খান প্রমুখ।
প্রধান অতিথি বলেন, মরহুম ইউনুছ ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বহুমুখী প্রতিভার একজন ক্ষণজন্মা মানুষ ছিলেন। তিনি দৈনিক সংগ্রামের চেয়ারম্যান, ঢাকা চেম্বার, এফবিসিসিআই, মুসলিম বিজনেস ফোরাম সহ দেশী বিদেশী অনেক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও পরিচালনায় যুক্ত ছিলেন। এমনকি ইসলামী সমাজ বিনির্মাণকল্পে ইসলামী আন্দোলনে আমৃত্যু সক্রিয় নেতৃত্ব দিয়েছিলেন।
ফাউন্ডেশনের সভাপতি দিদারুল আলম মজুমদার বলেন, মরহুম ইউনুছ ছিলেন সৎ ব্যবসায়ীদের জন্য অনুস্মরনীয়। ইসলামী ব্যাংক, বীমা প্রতিষ্ঠায় শুধু বাংলাদেশ নয়, উপমহাদেশের অনেকেই মরহুম মোহাম্মদ ইউনুছ থেকে অভিজ্ঞতা নিয়ে দেশে বিদেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করে সুফল পেয়েছেন। মরহুমের চিন্তা চেতনার উপর ভিত্তি করে আজ বাংলাদেশ একটি কল্যাণমূলক রাষ্ট্রের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা উনার আর্দশিক চিন্তাকে কাজে লাগিয়ে আগামীর সমাজ বিনির্মাণ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করে যাব।