“ভ্যাটদিয়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে বুধবার রংপুরে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উদযাপন উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েেছ।

সেমিনারে প্রধান অতিথি ছিলে নজাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (কাস্টমস: নিরীক্ষা, আধুনিকায়ন ও আন্তর্জাতিকবাণিজ্য) ডক্টর মোহাম্মদ আল আমিন প্রামানিক। এতে বিশেষ অতিথি ছিলেন কর অঞ্চল-রংপুরএর কর কমিশনার মোহাম্মদ আবু সাইদ সোহেল, রংপুর চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রসিডেন্ট এমদাদুল হোসেন, রংপুর মেট্রোপলিটন চেম্বার অবকমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর প্রসিডেন্ট, মোহাম্মদ গোলাম জাকারিয়া পিন্টু।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার অরুণ কুমার বিশ্বাস।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ খায়রুল কবির মিয়া, যুগ্ম কমিশনার মহিববুর রহমান ভূঞা।