আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা : বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ভুল করে পানি ভেবে আগাছা মারার কীটনাশক পান করে মৃত্যু হয়েছে বাকাল ইউনিয়ন শ্রমিকদলের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. সুমন হোসেন পাইকের (৩৭)। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছয় দিন মৃত্যুর সাথে লড়াই করে গত ২ ডিসেম্বর রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

নিহত সুমন হোসেন পাইক উপজেলার বাকাল ইউনিয়নের ফুল্লশ্রী গ্রামের মো. মোশারফ হোসেন পাইকের ছেলে। তার বাবা মোশারফ হোসেন পাইক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।