ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতারণার অভিযোগে পেতলের মূর্তিসহ এক কথিত জ্বীনের বাদশা গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত জ্বিনের-বাদশান নাম এনামুল হক (৪২)। তিনি ফুলবাড়ী উপজেলার বোয়াইলভীর এলাকার মৃত আবদার আলীর ছেলে।

গ্রেফতারকৃত প্রতারক ও কথিত জ্বীনের বাদশার বিরুদ্ধে সোমবার ফুলবাড়ী থানায় ধারা ৪০৬/৪২০ পেনাল কোডে তার বিরুদ্ধে মামলা দায়ের করে সোমবার বিজ্ঞ আদালত কুড়িগ্রাম প্রেরণ করা হয়েছে।

এর আগে রবিবার বিকালে বোয়াইলভীর এলাকায় স্থানীরা এই কথিত জ্বীনের বাদশা এনামূল হককে আটক করে পুলিশকে খবর দেন। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক কথিত জ্বীনের বাদশাকে পুলিশে সোর্পদ করে।

স্থানীয়রা জানান সে দীর্ঘ দিন ধরে জ্বিনের বাদশার নাম করে মানুষের কাছে অর্থ হাতিয়ে নেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার আটক ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।