গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে আনা ও বৈষম্যহীন একটি সমাজ তৈরি করার জন্য আগামী নির্বাচনে জামায়াতকে জয় যুক্ত করতে হবে। উপজেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ বায়জিদ শরীফ নেতাকর্মীদের উদ্দেশ্যে এ আহ্বান জানান।
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরিশাল ১- আসনের দাঁড়িপাল্লা মার্কার সমর্থনে শরিকল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোহাম্মদ সেকান্দার আলীর বাড়িতে শরিকল ইউনিয়ন জামায়াতের আমীর মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্বাসের সভাপতিত্বে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে আসন্ন জাতীয় নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার সমর্থনে উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি বায়েজিদ শরীফ বক্তব্য রাখেন, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ শামসুল হক, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ শহিদুল ইসলাম মাতুব্বর, মোহাম্মদ আক্কাস উদ্দিন শরীফ, মাওলানা মেজবাহ উদ্দিন প্রমুখ। অপরদিকে শুক্রবার বিকাল ৪টায় গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের ১নং ওয়ার্ড লক্ষণ কাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা কামরুল ইসলাম খানের পক্ষে উঠান বৈঠকে ওয়ার্ড সভাপতি মোহাম্মদ মৃদুল বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,উপজেলা জামায়াতের আমীর, মাওলানা আল আমিন, বক্তব্য রাখেন ইউনিয়ন আমীর, মোঃ রাশেদুল ইসলাম সরদার, উপজেলা কর্ম পরিষদ সদস্য মোহাম্মদ সামসুল ইসলাম, ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মানব অধিকার কর্মী আল মামুন ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন ইউনিয়ন সেক্রেটারি মিজানুর রহমান প্রমুখ। আসন্ন নির্বাচনে বাংলাদেশের বিজয় নিশ্চিত করার জন্য ইসলামপন্থীদের ভোট দেওয়ার আহ্বান জানান।
বেলকুচি (সিরাজগঞ্জ)
এবারের নির্বাচন হবে ইতিহাসখ্যাত। থাকবে না কোন পেশি শক্তি বা কালো টাকার প্রভাব। মানুষ সুষ্ঠুভাবে ভোটকেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এজন্য এবারের নির্বাচন হবে ইতিহাসখ্যাত।
শুক্রবার সকালে এনায়েতপুর ইসলামিয়া ফাজিল সিনিয়র মাদরাসার শহীদ সিয়াম হোসেন হল রুমে এনায়েতপুর থানা জামায়াত আয়োজিত এক কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য,সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যক্ষ আলী আলম। তিনি আরও বলেন, দিনের ভোট রাতে কিংবা মসনত চিরস্থায়ী করবার জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং হবে না এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫২ সিট কাউকে দেয়া হবে না। ইতোমধ্যে নির্বাচনকে সুন্দর ইলেকশনের রেল এখন চলমান। ইনশাল্লাহ অতীতের সকল কালিমা থেকে দেশ এবং জাতি মুক্তি পাবে।
এনায়েতপুরে জামায়াতের আয়োজিত কর্মী শিক্ষা শিবিরে সভাপতিত্ব করেন এনায়েতপুর থানা আমীর ডাক্তার সেলিম রেজা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেলকুচি উপজেলা আমীর আরিফুল ইসলাম সোহেল। এসময় এনায়েতপুর থানা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুল গফুর, সেক্রেটারি ডাক্তার মোফাজ্জল হোসেন, বেলকুচি উপজেলার নায়েবে আমীর অধ্যাপক নুরুন-নবী সরকার, সহকারী সেক্রেটারি মাহবুবুর রশিদ শামীম ও জামায়াত নেতা আবুল হোসাইন ভূঁইয়া প্রমুখ বক্তব্য রাখেন।
চুনারুঘাট, হবিগঞ্জ
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট উপজেলা) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী সাংবাদিক অলিউল্লাহ নোমান হাটে বাজারে ব্যাপক গণসংযোগ অব্যাহত রেখেছেন। প্রতিদিনই নির্বাচনী এলাকায় গণসংযোগ করে দাঁড়িপাল্লার পক্ষে জনমত তৈরি করছেন।
মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চুনারুঘাট উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন হাটে বাজারে জনসাধারণের সাথে কুশল-বিনিময়ের মাধ্যমে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট কামনা করেন।এসময় মুড়ারবন্দ সিপাহসালার সৈয়দ নাসির(রঃ) পূর্ব-পশ্চিমের মাজার জিয়ারত করেন তিনি।
পরে স্কুল-কলেজ মাদরাসা ও রাস্তাঘাটের উন্নয়নের প্রস্তুতি দেন এই প্রার্থী। এছাড়াও তিনি বলেন, তার দল সরকারি ক্ষমতায় গেলে ইনসাফভিত্তিক রাষ্ট্রীয় ব্যবস্থা চালু করবে জামায়াতে ইসলামী।
এ সময় তার সাথে ছিলেন-উপজেলা জামায়াতে ইসলামী বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও এলাকার জনসাধারণ।
সাতক্ষীরা
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে প্রচার ও মিডিয়া বিভাগের দায়িত্বশীরদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রচার ও মিডিয়া বিভাগের সভাপতি মাওলানা আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের জেলা আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।
বুধবার (২৪ ডিসেম্বর) সকালে মুন্সিপাড়া আলআমিন ট্রাস্টের কনফারেন্সরুমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ওমর ফারুক ও মাওলানা ওসমান গণি, কর্মপরিষদ সদস্য এড. আব্দুস সুবহান মুকুল, আসন পরিচালকসহ বিভিগীয় দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন,“জুলাই অভ্যুত্থানের পর জাতি আশা করেছিল ভঙ্গুর অর্থনীতিতে স্থিতি ফিরবে এবং গণতন্ত্র পুনরুদ্ধার হবে। কিন্তু বছর না ঘুরতেই মানুষ আবার হতাশ হয়েছে দুর্নীতি, চাঁদাবাজি ও রাজনৈতিক সহিংসতা ফিরে এসেছে। আমরা ট্যাগের রাজনীতি থেকে বেরিয়ে আসতে চাই।”
তিনি বলেন, “ইনসাফ ও বৈষম্যমুক্ত রাষ্ট্র গঠনের লড়াইয়ে সাংবাদিক সমাজকে সমাজকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।