টানা দেড় মাসের অবকাশকালীন ছুটির পর গতকাল রোববার থেকে শুরু হয়েছে সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম। অবকাশের আগে হাইকোর্ট বিভাগের যে অর্ধশতাধিক বেঞ্চে বিচারকাজ চলছিল তার মধ্যে ৯টি বেঞ্চ পুনর্গঠন করা হয়েছে। সেই সাথে আপিল বিভাগের দুইটি বেঞ্চে ও চেম্বার আদালতে চলবে নিয়মিত বিচারিক কার্যক্রম।
গতকাল সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত আপিল বিভাগের কার্যক্রম চলে। আর দুপুর ২টা থেকে শুরু হয় হাইকোর্ট বিভাগের বিচার কাজ। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ইনার গার্ডেনে প্রধান বিচারপতি, বিচারপতি ও আইনজীবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়। প্রধান বিচারপতি, আপিল বিভাগের বিচারপতি ও হাইকোর্টের বিচারপতিগণ সকল অ্যাটর্নি জেনারেল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকসহ সাধারণ আইনজীবীদের সাথে দাড়িয়ে কুশল বিনিময় করেন। পরে সকল আইনজীবীদেরকে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে আপ্যায়ন করানো হয়। অবকাশ শেষে নিয়মিত বিচারিক কার্যক্রম ফেরার প্রথম দিন রীতি অনুযায়ী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।