ফরিদপুর সংবাদদতা : টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে সংবাদ কর্মীদের ওয়ার্কশপের আয়োজন করেছে ফরিদপুরের সিভিল সার্জন অফিস। জেলায় কর্মরত বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এই কর্মশালায়। টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে সরকারের ইপিআই কর্মসূচির আওতায় দেশব্যাপী আগামী ১২ অক্টোবর থেকে টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
সিভিল সার্জন অফিস ফরিদপুরের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব কামরুল হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের পুলিশ সুপার আব্দুল জলিল (পিপিএম) জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান ও ইউনিসেফ এর বরিশাল বিভাগীয় প্রধান আনোয়ার হোসেন।
মাগুরা : মাগুরায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ কর্মীদের সাথে দিন ব্যাপী কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৮ সেপ্টেম্বর সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী মডেল মসজিদ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির। কর্মশালায় বক্তারা জানান আগামী ১২ ই অক্টোবর থেকে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পরবর্তী ১৮ কর্ম দিবস পর্যন্ত।
শ্রীপুর (মাগুরা) : মাগুরায় টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচি নিয়ে সংবাদ কর্মীদের সাথে দিন ব্যাপী কর্মশালা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮ অক্টোবর বুধবার সকালে মাগুরা শহরের পারনান্দুয়ালী মডেল মসজিদ মিলনায়তনে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিস। কর্মশালায় জেলা তথ্য অফিসার পাভেল দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের। বিশেষ অতিথি হিসেবে টাইফয়েড প্রতিরোধে টিকাদান কর্মসূচির তাৎপর্য তুলে ধরেন মাগুরার সিভিল সার্জন ডা. শামীম কবির। কর্মশালায় বক্তারা জানান আগামী ১২ ই অক্টোবর থেকে টাইফয়েড প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইন শুরু হয়ে চলবে পরবর্তী ১৮ কর্ম দিবস পর্যন্ত। এ ক্যাম্পেইনে ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সি সকল শিশু টিকা গ্রহণ করবে।
নড়াইল : নড়াইলে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনামূলক ও প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ‘টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫’ উপলক্ষে জেলা পর্যায়ের গণমাধ্যম কর্মীদের সঙ্গে পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।