গ্রাম-গঞ্জ-শহর
মাহে রমযানের শিক্ষা ও তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল
এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) রংপুর চ্যাপ্টারের উদ্যোগে “রমযানের তাৎপর্য ও যাকাত” শীর্ষক এক সেমিনার গত শুক্রবার বিকেলে নগরীর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
Printed Edition

রংপুর অফিস : এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) রংপুর চ্যাপ্টারের উদ্যোগে “রমযানের তাৎপর্য ও যাকাত” শীর্ষক এক সেমিনার গত শুক্রবার বিকেলে নগরীর একটি হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
এএফবি রংপুর চ্যাপ্টারের সভাপতি মোহাম্মদ আমিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) এর কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাহবুব ই ইলাহি। এতে বিশেষ অতিথি ছিলেন এগ্রিকালচারিষ্টস ফোরাম অব বাংলাদেশ (এএফবি) এর কেন্দ্রীয় মহাসচিব শেখ মুহাম্মদ মাসউদ, বাকৃবি প্রফেসর আবু জাফর মোহাম্মদ মোসলেহ উদ্দিন, এডিই রংপুরের ডিএই মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অধ্যাপক শাহ্ মুহাম্মদ নূর হোসাইন। সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন ডক্টর মোহাম্মদ আজিজুল ইসলাম প্রধান ফকীহ বড় রংপুর আলীয়া মাদরাসা।
সলঙ্গা (সিরাজগঞ্জ) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমযানের ফজিলত ও করণীয় শীর্ষক আলোচনা সভা এবং ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলা সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন ২নং ওয়ার্ড শাখার আয়োজনে আমশড়া জোরপুকুর বাজার জামে মসজিদে এই আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী রায়গঞ্জ উপজেলায় সলঙ্গা থানার ৩নং ধুবিল ইউনিয়ন আমশড়া ২নং ওয়ার্ডের সভাপতি ও সলঙ্গা মহিলা মাদরাসার সহকারী শিক্ষক হাফেজ আব্দুল বারির সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সলঙ্গা থানার সেক্রেটারি রাকিবুল হাসান।
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সম্মানে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে ইফতার আয়োজন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার হাজিরহাট বাজারের একটি রেস্তোরাঁয় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আমীর মাওলানা আবুল খায়েরের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির শূরা সদস্য এ আর হাফিজ উল্যাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাওলানা হুমায়ুন কবির, জেলা নায়েবে আমীর মাওলানা নুর উদ্দিন ও কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু।
ফরিদপুর : ফরিদপুরে সাংবাদিকদের সম্মানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার বিকেলে দলীয় কার্যালয়ে উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের জেলা আমির মাওলানা মোঃ বদর উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য অধ্যাপক আবদুত তাওয়াব। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতের সাবেক সভাপতি শামসুল ইসলাম আল বরাটি, ফরিদপুর প্রেস ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক রেশাদুল হাকিম দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক পান্না বালা, পৌর আমীর মোহাম্মদ জসিম উদ্দিন প্রমুখ।
দেওয়ানগঞ্জ (জামালপুর) : জামায়াতে ইসলামী দেওয়ানগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দেওয়ানগঞ্জ কামিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত মাহফিলে সভাপতিত্ব করেন উপজেলা আমির মাওলানা মাহবুবুর রহমান তালুকদার। এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জামালপুর জেলা সাবেক জেলা আমির জননেতা এডভোকেট নাজমুল হক সাইদী। আলোচনা করেন এডভোকেট আ. আউয়াল, এডভোকেট সামিউল হক, অধ্যাপক জাকির হোসেন প্রমুখ।
ফরিদপুর : বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সাংবাদিকদের গৌরবজ্জ্বল ভূমিকা ছিলো, যা কখনোই ভুলে যাবার নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কমিটির সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব।
স্থানীয় সাংবাদিকদের সম্মানে ফরিদপুর জেলা জামায়াতে ইসলামী’র আয়োজনে ইফতার মাহফিলে ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য প্রফেসর আব্দুল তাওয়াব কথাগুলো বলেন।
সোমবার সন্ধ্যায় ফরিদপুর শহরের চকবাজার এলাকায় জেলা শাখার কার্যালয়ে অনুষ্ঠিত ইফতার মাহফিলে
জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ বদর উদ্দিন এর সভাপতিত্বে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ কবিরুল ইসলাম সিদ্দিকী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালসহ বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা ছাড়াও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আত্রাই (নওগাঁ) : নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে দোয়া ও ইফতার মহামিল অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বাজার চত্বরে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমীর খবিরুল ইসলাম।
শাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মানিক উদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি মহসীন আলীর সঞ্চালনায় প্রধান অতিথি রমযান মাসের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বলেন, “রমযান মাস তাকওয়া অর্জনের মাস। এই মাসে আমরা আমাদের আত্মশুদ্ধি উন্নতির চেষ্টা করব।” ইসলামের সঠিক বার্তা ও শিক্ষা সমাজের প্রতিটি স্তরে পৌঁছে দিতে আমরা কাজ করে যাচ্ছি। ইফতার ও দোয়া মহামিলনের মতো অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে চাই। এ ধরনের অনুষ্ঠান আমাদেরকে ঐক্যবদ্ধ করে এবং সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নায়েবে আমীর আসাদুল্লাহ আল গালিব, সেক্রেটারি ওসমান গণি, মো. তোজাম্মেল হক।
সীতাকুণ্ড চট্টগ্রাম : বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সীতাকুণ্ড পৌর শাখার আয়োজনে প্রোডাক্টিভ রমাদান শীর্ষক সেমিনার সম্পন্ন হয়েছে।
সীতাকুণ্ড কামিল এম এ মাদরাসার হল রুমে উক্ত সেমিনার সম্পন্ন হয়। পৌর শাখার সভাপতি এহসানুল হক জুবায়ের এর সভাপতিত্বে ও সেক্রেটারি সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম উত্তর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক (এইচআরডি) হাফেজ রায়হান উদ্দীন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড উপজেলা শাখার সভাপতি আব্দুল মান্নান, শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান, শহর আদর্শ থানা শাখার বায়তুলমাল সম্পাদক আব্দুল্লাহ আল তানভীর, সীতাকুণ্ড ডিগ্রী কলেজ শাখার সভাপতি শাহদাত হোসেন শাকিলসহ শিবিরেরে কর্মী-সমর্থকরা।
কালীগঞ্জ (লালমনিরহাট) : বাংলাদেশ জামায়াতে ইসলামি কালীগজ উপজেলার তুষভাডার ইউনিয়নের উদ্যোগে বটতলা শিবরাম বিদ্যালয় মিলনায়তনে এক বিশাল ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইউনিয়ন আমীর মোজাম্মেল হকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সামাদ (বিশেষ অতিথি), উপজেলা সাবেক আমীর আব্দুল লতিফ সাবেক উপজেলা সেক্রেটারি ডাঃ হাসান আব্দুল মালেক।
কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলা শাখার উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে
হাওর বিলাস হল রুমে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আমীর মু, আবুল হোসেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমযান আলী। বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা সহকারী সেক্রেটারি শামছুল আলম সেলিম। বক্তব্য রাখেন সাবেক আমীর ইসরাফিল সরকার, মু, আবদুল কাইয়ুম, মাও মাহবুবুর রহমান, মাও, আবুল কালাম আজাদ, নাসিরুদ্দিন রুবেল, মুসলেহ উদ্দিন রহমানী প্রমুখ। অনুষ্ঠানে বিপুল সংখ্যক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পাটকেলঘাটা (সাতক্ষীরা) : পাটকেলঘাটায় ইমাম ও ওলামাদের নিয়ে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১০ মার্চ সোমবার সকালে পাটকেলঘাটা বাজার মসজিদের দোতালায় তালা উপজেলা ওলামা বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। পাটকেলঘাটা থানা ওলামা বিভাগের সভাপতি মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তালা সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ হাসানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইমাম ও ওলামা বিভাগের তালা উপজেলার প্রধান উপদেষ্টা মাওলানা মফিদুল্লাহ।
জামালপুর : জামালপুর শহরে অবস্থিত সেবাদান প্রতিষ্ঠান হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেড ও বিজয় চত্বরে অবস্থিত বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের উদ্যোগে চিকিৎসকদের সম্মানে ইফতার মাহফিল সোমবার ১০ মার্চ হজরত শাহজালাল র. জেনারেল হাসপাতাল ভবনে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে জামালপুর জেলা বেসরকারী ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের মালিক সমিতির সাধারণ সম্পাদক, জামালপুর – দেওয়ানগঞ্জ সমিতির সভাপতি, বুলবুল জেনারেল হাসপাতাল লিমিটেডের প্রতিষ্ঠা ও হযরত শাহজামাল র. জেনারেল হাসপাতাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আশরাফুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন, অধ্যাপিকা ডাঃ কামরুন্নাহার, অধ্যাপক ডাঃ মতিউর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সরকার আব্দুল্লাহ আল মামুন।
কিশোরগঞ্জ : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাজিতপুর উপজেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা আমীর ডা, ইয়াকুত আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোঃ রমযান আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, কিশোরগঞ্জ জেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারি সেক্রেটারি শামছুল আলম সেলিম। বক্তব্য রাখেন নায়েবে আমীর ফারুক আহম্মদ, সেক্রেটারি মাওলানা মোবারক উল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মাওলানা শাহাবুদ্দিন, খেলাফত মজলিস নেতা মাওলানা জুবায়ের আহমদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতা রাজিব আহমেদ, জামায়াত নেতা মাওলানা আবদুল কাদির, শামছুর রহমান রফিক, মীর্জা তাজুল ইসলাম লিংকন, মো, আবদুল কাইয়ুম, ছাত্র নেতা ফরহাদ হোসেন, আবদুল হাকিম প্রমুখ।
বোদা (পঞ্চগড়) : পঞ্চগড়ের বোদায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার উপজেলা জামায়াতের কার্যালয়ে এ ইফতার অনুষ্ঠিত হয়। এসময় পৌর সভাপতি মাওলানা মাজহারুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন শফিউল্লাহ্ সুফী, উপজেলা আমির জাহিদুর রহমান, সেক্রেটারি তছলিমউদ্দিন, সাবেক পৌর সভাপতি রেজাউল করিম, সুপার ইউসুফ আলী, উপজেলা শিবির সভাপতি সাখাওয়াত হোসেন বাপ্পি, সেক্টেটারি মাহামুদুল হাসান, পৌর সভাপতি নাজমুস সাকিব, সেক্রেটারি রাব্বী ইসলাম প্রমুখ।
মাগুরা : মাগুরা শ্রীপুরের গয়েশপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় লাঙ্গলবাদ সিনিয়র মাদরাসা প্রাঙ্গণে কর্মী সমাবেশ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা সাবেক আমির, যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক ও মাগুরা ১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা আলহাজ্ব আব্দুল মতিন।
গয়েশপুর ইউনিয়ন আমির আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম জেলা প্রচার ও মিডিয়া মোঃ সাইফুল্লাহ। শ্রীপুর উপজেলা আমীর অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আউয়াল সবুর, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা সেক্রেটারি মোঃ মিজানুর রহমা, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার।
পঞ্চগড় : গত সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে যাকাত শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল জেলা জামায়াত অফিসে অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা জামায়াতের আমীর জননেতা অধ্যাপক মাও: ইকবাল হোসাইনের সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাযাতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য মাওলানা আব্দুল হাকিম। সভায় উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা মফিজ উদ্দীন, জেলা সেক্রেটারি মাওলানা দেলোয়ার হোসাইন, পৌরসভা আমীর মাওলানা জয়নাল আবেদীন, পৌরসভা সেক্রেটারি এ্যাড: নাসিরউদ্দীন সরকার, জেলা অফিস সম্পাদক মাওলানা অলিউল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি জুলফিকার রহমান প্রমুখ।