উপকূলীয় জেলা ভোলায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৫ জন, চিকিৎসাধীন রয়েছেন ৭ জন। চলতি জুন মাসে এ পর্যন্ত মোট ৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য বিভাগ। ইতোমধ্যে জেলার ৬টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ২৫০ শয্যা বিশিষ্ট ভোলা জেনারেল হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য অতিরিক্ত ৪০টি শয্যা যুক্ত করা হয়েছে। এতে মোট শয্যার সংখ্যা দাঁড়িয়েছে ৯০টিতে।
ভোলা সদর হাসপাতালেই গতকাল নতুন করে ভর্তি হয়েছেন ৫ জন রোগী। রোগীরা অভিযোগ করেছেন, হাসপাতালের পরিবেশ অত্যন্ত নোংরা ও টয়লেটগুলো ব্যবহারের অনুপযোগী। সাংবাদিকদের প্রতিবেদন প্রকাশের পর গত কয়েকদিন ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছে কর্তৃপক্ষ।
ভোলার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, জ্বর নিয়ে হাসপাতালে আসা রোগীদের মধ্যে প্রায় ২০ শতাংশের দেহে ডেঙ্গু শনাক্ত হচ্ছে। অতিরিক্ত গরম এবং জলাবদ্ধতার কারণে মশাবাহিত রোগটির বিস্তার দ্রুত হচ্ছে। চিকিৎসকরা বলছেন, শুরুর দিকে ঢাকাসহ অন্যান্য শহর থেকে আগতদের মধ্যে ডেঙ্গু দেখা গেলেও এখন স্থানীয়ভাবে আক্রান্ত হচ্ছেন ভোলার মানুষ। পরিবারের একজন আক্রান্ত হলে যথাযথ সতর্কতা না থাকায় অন্যদের মধ্যেও দ্রুত ছড়িয়ে পড়ছে সংক্রমণ।