আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখা কর্তৃক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক কল্যান ফেডারেশনের সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ, সেক্রেটারি লুতফুর রহমান দুলাল প্রমুখ।
এদিকে দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত শ্রমিক দিবস পালন অনুষ্ঠানে র্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর অন্যতম উপদেষ্টা ও সুনামগঞ্জ -৫ ( ছাতক-দোয়ারা) আসনে সম্ভাব্য এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন'র উপদেষ্টা অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, সহ-সভাপতি ও ছাতক সিমেন্ট কোম্পানি সিপিএ সভাপতি শাহ আলম, দোয়ারাবাজার শাখার উপদেষ্টা ডা: হারুন অর রশিদ, উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী, ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিন, উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন, দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাও দেলোয়ার হোসাইন, মাও আমজাদ হোসেন, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা মাও জিয়া উদ্দিন, ডাঃ শফিকুল ইসলাম,আলহাজ্ব আতাউর রহমান প্রমুখ।