কুষ্টিয়া ৪ আসনে এমপি মনোনয়ন পরিবর্তন করার দাবী ও বিএনপি ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ এবং প্রচারের জন্য র্যালী ও শোডাউন করেছে কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।
শনিবার (২২ নবেম্বর) কুষ্টিয়া জেলার খোকসা ও কুমারখালীতে এই র্যালী ও শোডাউন অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া-রাজবাড়ী জেলার সীমান্ত বিলজানি থেকে এই কর্মসূচি শুরু হয়।
কুষ্টিয়া - রাজবাড়ী মহাসড়ক দিয়ে র্যালীটি খোকসা থানার সামনে দিয়ে ঘুরে এসে জানিপুর বাস স্ট্যান্ডে পথ সভায় মিলিত হয়। সেখানে বক্তব্য রাখেন আলাউদ্দিন খানসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এরপর কুমারখালীর বাস স্ট্যান্ড হয়ে প্রধান সড়ক দিয়ে শহরের কাজীপাড়ায় দ্বিতীয় পথসভা বক্তব্য রাখেন জনাব শেখ সাদী। এসময় বিএনপি নেতা মনোয়ার হোসেন, হাফিজুর রহমান, যুবদল নেতা আতিকুর রহমান সবুজসহ কুমারখালী ও খোকসা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃত্বে উপস্থিত ছিলেন। অত্র র্যালীতে কয়েক হাজার মটরসাইকেল, অটো, ট্রাক নিয়ে নেতা কর্মীরা অংশ নেয়।
উল্লেখ্য, কুষ্টিয়া ৪ আসনে প্রাথমিকভাবে বিএনপির এমপি মনোনয়ন পেয়েছে সাবেক এমপি সৈয়দ মেহেদী আহমেদ রুমী। এই মনোনয়ন ঘোষনার পর থেকেই কুমারখালী উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিক ও শেখ সাদী গ্রুপের তৃণমূল নেতা কর্মীরা মনোনয়ন পরিবর্তন করার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করছে।