শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা : চাকরি স্থায়ীকরণ ও বেতন বাড়ানোর দাবিতে মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সড়ক অবরোধ করেছেন একটি কারখানার শ্রমিকেরা। উপজেলার নবগ্রাম এলাকায় উথলী-পাটুরিয়া সড়কে এ কর্মসূচি শুরু করেন তারা। প্রায় আড়াই ঘণ্টা পর বেলা দুইটার দিকে সড়ক থেকে সরে যান তারা।

অবরোধের কারণে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে ভোগান্তিতে পড়েন যাত্রী, চালকসহ সংশ্লিষ্ট সবাই। পরে স্থানীয় প্রশাসনের আশ্বাসে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। চায়না হার্ডওয়্যার বিডি নামের তালা তৈরির কারখানাটি নবগ্রাম এলাকাতেই অবস্থিত। কয়েকজন শ্রমিক অভিযোগ করেন, মালিকপক্ষ তাদের ন্যায্য পারিশ্রমিক দেয় না। একাধিকবার বেতন বাড়ানোর কথা থাকলেও তা করা হয়নি। এ ছাড়া সাপ্তাহিক ছুটি দেওয়া হলেও ওই দিনের বেতন কেটে নেওয়া হয়। এসব বিষয় নিয়ে উপজেলা প্রশাসন ও কারখানা কর্তৃপক্ষ একাধিকবার বসলেও কোনো সুরাহা হয়নি। এ কারণে তারা সড়ক অবরোধ করে দাবি আদায়ের চেষ্টা করেন।