বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী বলেছেন, এদেশে ন্যায় ও ইনসাফভিত্তক সমাজ কায়েম না হওয়া পর্যন্ত আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহর দ্বীন বিজয়ী করতে মানুষের মাঝে ইসলামের দাওয়াত পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করে যেতে হবে।
রাজশাহী মহানগরী জামায়াতের বোয়ালিয়া থানার উদ্যোগে উলামা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী মহানগরী উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা রুহুল আমীন। পরিচালনা করেন থানা তা’লিমুল বিভাগের সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলাম। বক্তব্য দেন মাওলানা মাহমুদ মোস্তফা আল মারুফ, মাওলানা মো. ইয়াহিয়া প্রমুখ। উপস্থিত ছিলেন মহানগরীর প্রকাশনা ও পাঠাগার সম্পাদক অধ্যাপক সিরাজুল ইসলামসহ নেতৃবৃন্দ।