শহর থেকে গ্রাম সবখানে বইছে নির্বাচনী হাওয়া। যোগ্য প্রতিনিধি বাছাইয়ের চলছে চুলচেরা হিসাব-নিকাশ। অভিজ্ঞদের পাশাপাশি এবার তরুণ ভোটাররা সমানতালে সক্রিয়। ঘরে, ক্যাম্পাসে, এমনকি অনলাইন প্লাটফর্মে চলছে ভোটের আলোচনা। তবে তরুণ ভোটাররা চায় পরিবর্তন। নতুন নেতৃত্ব। তরুণদের আত্মত্যাগ ও অবদানের ফলে গণ-অভ্যুত্থান পরবর্তী যে নতুন দেশের স্বপ্নের বীজ বপন করা হয়েছে তা বাস্তবায়নের জন্য প্রয়োজন যোগ্য নেতৃত্ব। আর একমাত্র নির্বাচনের মাধ্যমে যোগ্য নেতৃত্ব বাছাই করা সম্ভব। তবে গণভোটে অসচেতন অধিকাংশ ভোটাররা।
কয়েকজন তরুণের সাথে কথা বলে জানা গেছে, গত ১৬ বছর দেশে আইনের কোন শাসন, বিচার বিভাগের কোন স্বাধীনতা এবং মানুষের কোন বাক স্বাধীনতা ছিল না। আমরা এ নির্বাচনের মাধ্যমে এমন এক প্রতিনিধি নির্বাচিত করতে চাই, যার কাছে থাকবে জবাবদিহিতা।
এদিকে ডুমুরিয়ার গুটুদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক রামপদ মন্ডল বলেন, গণভোটে কী রয়েছে সে সম্পর্কে তিনি কিছুই জানেন না। তার মতে শিক্ষা সচেতন মানুষরাই জানে না গণভোটে কী রয়েছে। গ্রামের সাধারণ ভোটাররা জানবে কী করে।
আরাজি ডুমুরিয়ার ভ্যান চালক লিটন জানান, গণভোট নিয়ে কোন প্রার্থী বা সমর্থক এমনকি সরকারি কোন কর্মকর্তা কিছুই বলেনি। তিনি আরও বলেন, গ্রামের মাতব্বরদের কাছে শুনে গণভোটে কী আছে তারপর সিদ্ধান্ত নিবো।
বটিয়াঘাটা উপজেলার সুকদাড়া গ্রামের ট্রলার চালক আব্দুস সাত্তার বলেন, প্রার্থী ও তার সমর্থকেরা নিজ নিজ প্রতীকে ভোট চাইলেও গণভোট সম্পর্কে কোন কিছু বলছেন না। তিনি গণভোটের সুবিধা-অসুবিধা কী এখনও জানেন না বলে জানান।
খোদ খুলনার অধিকাংশ সরকারি অফিসের কর্মকর্তারাই জানেন না গণভোটে কি কি উল্লেখ রয়েছে। গণভোট সম্পর্কে নির্বাচন কমিশন ও সরকারের দেওয়া লিফলেট সম্পর্কেও অন্ধকারে অধিকাংশ কর্মকর্তা। গণমাধ্যম কর্মীদের কাছে গণভোটে সুনির্দিষ্ট পয়েন্টগুলো তুলে ধরার দাবি এসব কর্মকর্তাদের।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কর্মকর্তা বলেন, গণভোটের প্রচারণায় কাড়ি কাড়ি টাকা খরচ করছে সরকার। ইতোমধ্যে সকল দপ্তরের সামনে বড় বড় প্যানা টানানো হয়েছে। উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সচেতনতা বৃদ্ধিতে সব ধরনের সরকারি অফিস থেকে গণভোটের প্রচারণা করা হচ্ছে। তবে এ সব কর্মকর্তাদের দাবি লোক দেখানো প্রচার-প্রচারণা চলছে। প্রকৃতপক্ষে সাধারণ মানুষের মধ্যে এর প্রভাব এখনও তেমন পড়েনি। কিন্তু অধিকাংশ ভোটার গণভোট সম্পর্কে তেমন কিছু এখনও জানেন না।