চৌগাছা (যশোর) সংবাদদাতা : ইনকিলাব মঞ্চের শরীফ উসমান হাদী হত্যার বিচারের দাবিতে যশোরের বিভিন্ন স্থানে ক্যাম্পেইন হয়েছে। বুধবার যশোর বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে শহরের দড়াটানা, যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও চৌগাছা প্রেসক্লাব মোড়ে এ সকল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। ক্যাম্পেইনে বক্তৃতা করেন আসমা খাতুন, সোহান হোসেন, রিহাদ হুসাইন, তামিম হোসেন, মাহমুদুল্লাহ টিটো প্রমুখ। আসমা খাতুন তার বক্তৃতায় বলেন, আমরা অবিলম্বে হাদী হত্যার বিচার চাই, বিচার নিয়ে কোন তালবাহানা সহ্য করা হবে না। তিনি আরো বলেন ভারতীয় আধিপত্যেবাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার হতে হবে।