যশোর সংবাদদাতা : যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভুয়া চিকিৎসক সেজে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগে এক যুবককে আটক করেছে হাসপাতালের নিরাপত্তা দায়িত্বে থাকা পুলিশ।

আটক যুবকের নাম আব্দুর রহিম রাকিব (২৬)। তার স্থায়ী ঠিকানা বরিশাল জেলার বাউফল উপজেলায় হলেও, পিতা মজিবর রহমানের চাকরিসূত্রে পরিবার নিয়ে তিনি যশোর শহরের শংকরপুর ইসহাক সড়কে বসবাস করতেন। হাসপাতালে দায়িত্বরত পুলিশ কনস্টেবল সোহেল জানান, বেশ কিছুদিন ধরে একটি প্রতারক চক্র হাসপাতালে চিকিৎসকের পরিচয় দিয়ে রোগীদের কাছ থেকে অর্থ আদায় করছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আব্দুর রহিম রাকিবকে গ্রেফতার করা হয়। এ সময় তার পরনে ডাক্তারি এপ্রোন ছিল।

ভুক্তভোগী রোগীর স্বজন সানজিদা বেগম জানান, আমার ভাইয়ের শাশুড়ি আইসিইউতে ভর্তি ছিলেন। ওই সময় রাকিব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে বিভিন্ন পরীক্ষা করানোর কথা বলে আমার কাছ থেকে টাকা নেয়। পরে আর দেখা যায়নি।