নীলফামারী সংবাদদাতা : জলঢাকায় নর সুন্দর যুব কল্যাণ সংস্থা কর্তৃক আয়োজিত দ্ধি বার্ষিক সম্মেলন ২০২৫ ইং অনুষ্ঠিত হয়।জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামি নীলফামারী জেলা শাখার শূরা সদস্য ও জলঢাকা আসনের এমপি প্রার্থী মাওলানা মোঃ ওবায়দুল্লাহ সালাফি ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনপ্রেসক্লাব জলঢাকার সভাপতি কামারুজ্জামান। উপস্থিত ছিলেন নরসুন্দর যুব কল্যাণ সংস্থা নীলফামারী জেলা শাখা সভাপতি বাবু অধীর চন্দ্র শীল কুলো, সাধারণ সম্পাদক এডভোকেট সন্তোষ কুমার শীল। নরসুন্দুর যুব কল্যাণ সংস্থা নীলফামারী জেলা শাখা। সভাপতিত্ব করেন মোঃ শফিকুর রহমান সপি সাবেক সহ-সভাপতিন রসুন্দুর যুব কল্যাণ সংস্থা।