জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ বলেছেন, ভবিষ্যতের বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতেই হবে। তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীদের কারিগরি ও ভাষাগত দক্ষতা অর্জনের লক্ষ্যে সিলেবাস সংস্কার করে আইসিটি ও ইংরেজি বাধ্যতামূলক করা হয়েছে।
গত শনিবার ঢাকার অদূরে আশুলিয়ার ইস্টার্ন ইউনিভার্সিটিতে ২০২৫ সালের ফল সেশনের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, তরুণদের দক্ষ করে তুলতে পারলেই ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের সুফল পাওয়া সম্ভব। আমরা চাই শিক্ষার্থীরা শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তা হিসেবেও আত্মনির্ভরশীল হয়ে উঠুক।
তিনি আরও বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় দেশের উচ্চশিক্ষার প্রায় ৭০ শতাংশ পরিচালনা করছে। তাই চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও ডেটা সায়েন্স প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। বিদেশে দক্ষ জনবল প্রেরণের মাধ্যমে রেমিট্যান্স আয় বাড়াতে কারিগরি শিক্ষার প্রসার জরুরি বলেও তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে ইস্টার্ন ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. ফরিদ আহমদ সোবহানীর সভাপতিত্বে ট্রাস্টি বোর্ডের সদস্য প্রফেসর ড. এ বি এম শহীদুল ইসলাম ও মোহাম্মদ আলী আজম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বিশ্ববিদ্যালয়ের সুশাসন ও মানসম্মত শিক্ষার প্রশংসা করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি দুই প্রতিষ্ঠানের মধ্যে যৌথ গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার আগ্রহ প্রকাশ করেন।