চট্টগ্রামের সীতাকু- উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযানের সময় স্থানীয় সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন র্যাব সদস্য গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার বিকেলে জঙ্গল ছলিমপুর এলাকায় র্যাব-৭ এর একটি দল অভিযানে গেলে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে র্যাব।
নিহত র্যাব সদস্যের নাম আবদুল মোতালেব। তিনি র্যাব-৭ এর উপসহকারী পরিচালক (ডিএডি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
র্যাব সদরদপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী জানান, বিকেলে র্যাব -৭ এর একটি দল জঙ্গল ছলিমপুর এলাকায় অভিযানে গেলে সেখানে ওত পেতে থাকা স্থানীয় সন্ত্রাসীরা র্যাব সদস্যদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ডিএডি আবদুল মোতালেব গুরুতর আহত হন এবং পরে তিনি মৃত্যুবরণ করেন।
তিনি আরও জানান, হামলায় আহত তিনজন র্যাব সদস্যকে উদ্ধার করে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে র্যাব সূত্রে জানানো হয়েছে।