আবদুল হাই ইদ্রিছী, কমলগঞ্জ (মৌলভীবাজার): পবিত্র রমযান মাসে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজার মোকাবেলা ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে বিনা লাভের দোকান উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) সকালে কমলগঞ্জের ভানুগাছ বাজারের ইসলামী ব্যাংকের (এজেন্ট শাখা) উত্তর পাশে তামান্না ট্রেডার্সে বিশেষ এ দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা সেক্রেটারি এড. মো. কামরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কমলগঞ্জ উপজেলা আমীর অধ্যক্ষ মো. মাসুক মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহীম মোহাম্মদ আব্দুহু, ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহসভাপতি কাজী মামুনুর রশীদ, জামায়াতে ইসলামীর কমলগঞ্জ পৌরসভা সভাপতি মো. আব্দুল হাই, সদর ইউনিয়ন সভাপতি এবাদুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কমলগঞ্জ উপজেলা সভাপতি তানভীর আহমদ ওয়াসীম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমলগঞ্জ উপজেলা শাখার সহসভাপতি আলতাফুর রহমান, কমলগঞ্জ পৌর শিল্প ও বাণিজ্য শাখার সভাপতি আরমান হোসেন দোলনসহ জামায়াতে ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দ এবং স্থানীয় ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পরপরই বিনা লাভের দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ক্রেতারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন- রমযানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সময়ে জামায়াতে ইসলামীর এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তারা আশা করেন, ভবিষ্যতেও জামায়াতের এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।