বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, কিছুদিনের মধ্যেই নির্বাচনের একটা অবস্থা আসছে। বিএনপির পক্ষ থেকে যাদের মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। মনে রাখবেন একটা জিনিস, সুযোগ বারবার আসে না। গতকাল বুধবার দুপুরে জাতীয়তাবাদী শ্রমিক দলের এক আলোচনায় তিনি একথা বলন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে ৭ নবেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত কয়েক বছরে বিভিন্ন দেশের তুলনায় বাংলাদেশে কোটিপতির সংখ্যা যেভাবে বেড়েছে তা উদ্বেগজনক বলে নজরুল ইসলাম খান বলেন, বাংলাদেশে গত কয়েক বছরে কোটিপতির সংখ্যা সাংঘাতিক রকমে বেড়েছে। বিশ্বের বহু দেশের চেয়ে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বেড়েছে বেশি। এটা উদ্বেগের বিষয়। তিনি বলেন, বাংলাদেশে কোটি কোটি মানুষ আরও বেশি দরিদ্র হয়েছে। এই যে উন্নয়ন এই উন্নয়ন অসম উন্নয়ন। কিছু মানুষ আরও বড় লোক হবে, কিছু মানুষ আরও দরিদ্র হবে। এটা সকলের জন্য উন্নয়ন না।
বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দর্শনের কথা তুলে ধরে নজরুল ইসলাম খান বলেন, শহীদ জিয়া চেয়েছিলেন সকলের জন্য উন্নয়ন। আর সেজন্যই তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করছিলেন দেশে এবং বিদেশে, সেই জন্য তিনি শিল্প প্রতিষ্ঠা করেছিলেন যে শিল্পগুলিতে লোকের বেশি কর্মসংস্থান হবে।
শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে ও প্রচার-প্রকাশনা বিষয়ক সম্পাদক মনজুরুল ইসলাম মন্জুরের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ হোসেন, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস প্রমুখ বক্তব্য রাখেন।