যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাইয়ের কোপে ছোটবোন নিহত হওয়ার হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।
বুধবার (২৩ জুলাই) সকাল ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত নারীর নাম শারমিন (২৬), তিনি একই গ্রামের শিমুল হোসেনের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা গেছে, শারমিন ও তার ভাই খোকন একই বাড়ির ভাড়াটিয়া হিসেবে সাহারুল ইসলামের বাসায় বসবাস করতেন। পারিবারিক বিরোধের কারণে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরেই উত্তেজনা চলছিল। ঘটনার দিন খোকনের মেয়ে কোনো একটি বিষয়কে কেন্দ্র করে শারমিনের স্বামী শিমুল হোসেনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ায়। একপর্যায়ে শিমুল খোকনের মেয়েকে চড় মারেন বলে অভিযোগ ওঠে।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে খোকন তার ভগ্নিপতি শিমুলের ওপর হামলার চেষ্টা করেন। হামলার সময় তার হাতে থাকা ধারালো হাসুয়া দিয়ে কোপ মারতে গেলে শারমিন বাধা দিতে গিয়ে নিজেই সেই কোপের শিকার হন। মারাত্মকভাবে আহত অবস্থায় শারমিনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসনাত বলেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত রয়েছে। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, পারিবারিক কলহ থেকেই এই মর্মান্তিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। অভিযুক্ত খোকনকে আটকের চেষ্টা চলছে।
নিহত শারমিনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।