সিরাজগঞ্জের সলঙ্গা থানা জামায়াতের সাবেক সেক্রেটারি, নলকা ইডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, বিশিষ্ট ইসলামী সঙ্গীত শিল্পী রফিকুল ইসলাম মদিনা (৫৮) গতকাল সোমবার ভোর সাড়ে ৫টায় স্ট্রোক করে নিজ বাড়িতে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি....রাজিউন)। তিনি সলঙ্গা থানার নলকা ইউনিয়নের সেনগাতী গ্রামের জিনজিল আলী আকন্দের ছেলে।

মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ আপনজন ও আত্মীয় স্বজন রেখে গেছেন। সোমবার বাদ জোহর নলকা হেম্মাদিয়া দাখিল মাদরাসায় জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। রায়গঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম আব্দুস ছাত্তার, জামায়াত নেতা ড. আব্দুস সামাদ, জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম, সলঙ্গা থানা জামায়াতের আমীর রাশেদুল ইসলাম শহিদ, নলকা ইউনিয়ন জামায়াতের আমীর আব্দুল মালেক, নলকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান এস এম রেজাউল করিম ও অন্যান্য নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লী জানাযায় শরীক হয়ে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।