বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সাবেক অর্থ সম্পাদক ও চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের প্রতিষ্ঠাতা সেক্রেটারি কাজী রফিকুল হকের জানাযা গতকাল বুধবার বাদ জোহর বন্দর কবরস্থান মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে বন্দর কবরস্থানে দাফন করা হয়।
জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম, মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, বন্দর শ্রমিক নেতা কাজী জাহাঙ্গীর হোসাইন, সহ-সভাপতি নজির হোসেন, মকবুল আহমদ ভুঁইয়া, সহ-সাধারন সম্পাদক ইন্জিনিয়ার শিহাব উল্লাহ ও অধ্যক্ষ আসাদ উল্লাহ আদিল, কোষাধ্যক্ষ মুহাম্মদ নুরুন্নবী, শ্রমিক নেতা ইঞ্জি: সাইফুল ইসলাম, বন্দর থানা সভাপতি মুজাহিদুল ইসলাম আদনান, বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি মুহাম্মদ হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক মুহাম্মদ ইয়াছিনসহ স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ ও বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীগণ। জানাযা নামাজের ইমামতি করেন মরহুমের বড় ছেলে মুহাম্মদ আরিফুল ইসলাম।
কাজী রফিকুল হক গত মঙ্গলবার আনুমানিক রাত ৯টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তিকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর ইন্তিকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরের সভাপতি এস এম লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী।
এক যৌথ শোকবার্তায় নেতৃবৃন্দ বলেন, মরহুম কাজী রফিকুল হক ছিলেন একজন নিবেদিতপ্রাণ শ্রমিক নেতা। তিনি শ্রমিকদের অধিকার আদায়, ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমিকদের নৈতিক ও সাংগঠনিক উন্নয়নে আজীবন কাজ করে গেছেন। বিশেষ করে চট্টগ্রাম বন্দর এলাকায় ইসলামী শ্রমিক আন্দোলন গড়ে তোলার ক্ষেত্রে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক ও অনুকরণীয়। নেতৃবৃন্দ আরও বলেন, চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের প্রতিষ্ঠাতা সেক্রেটারি হিসেবে তিনি শ্রমিকদের মাঝে আদর্শিক নেতৃত্ব সৃষ্টি, সংগঠন বিস্তার এবং শ্রমিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর সততা, ত্যাগ ও সাংগঠনিক প্রজ্ঞা শ্রমিক সমাজে চিরস্মরণীয় হয়ে থাকবে। শোকবার্তায় তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। আল্লাহ তায়ালা যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন-এই দোয়া করেন।