গাজীপুর মহানগরের জলাবদ্ধতা দূরীকরণ এবং টেকসই নগর ব্যবস্থাপনার অংশ হিসেবে ভোগড়া বাইপাস সংলগ্ন মোগর খাল খনন কার্যক্রম এগিয়ে চলেছে জোর কদমে। এই কার্যক্রম পরিদর্শনে বৃহস্পতিবার আসেন বাংলাদেশ মেশিন টুলস্ ফ্যাক্টরি (বিএমটিএফ) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তা মেজর জেনারেল মোঃ নাহিদ আজগর।
সম্প্রতি তিনি ঢাকা সিটি বাইপাস এলাকা, মোগর খাল এবং যোগীতলা ব্রিজ ঘুরে খনন কার্যক্রমের অগ্রগতি দেখেন এবং খালের প্রশস্ততা, পানি প্রবাহ ও তীর সংরক্ষণের বিষয়ে প্রকৌশলীদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন।
তিনি বলেন, “জলাবদ্ধতা কেবল একটি অবকাঠামোগত সমস্যা নয়, এটি স্বাস্থ্য, জীবনযাত্রা ও শহরের সামগ্রিক উন্নয়নের সঙ্গে জড়িত। এই খাল পুনঃখনন প্রকল্প শুধু পানি নিষ্কাশন নয়, একটি পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য গাজীপুর গড়ার দিকে বড় পদক্ষেপ।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন বিএমটিএফ-এর জেনারেল ম্যানেজার লেফটেন্যান্ট কর্নেল ফকরুল ইসলাম, গাজীপুর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ই/এম) সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ সোহেল রানা, সহকারী প্রকৌশলী মোঃ রাসেল শাহরিয়ার ও উপ-সহকারী প্রকৌশলী আমজাদ হোসেন।