খুলনা ব্যুরো : খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী এলাকায় অনুমোদনহীনভাবে পরিচালিত তিনটি ইটভাটা ও অর্ধশতাধিক কাঠভিত্তিক কয়লা চুল্লি উচ্ছেদ করেছে প্রশাসন। দীর্ঘদিন ধরে এসব অবৈধ স্থাপনার কারণে ধোঁয়া, ছাই ও বায়ুদূষণে পরিবেশ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল বলে জানিয়েছে স্থানীয়রা।

বুধবার দুপুরে পরিবেশ অধিদপ্তর খুলনা ও পাইকগাছা উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে চাঁদখালী বাজারসংলগ্ন এলাকা থেকে এসব স্থাপনা ভেঙে ফেলা হয়। অভিযানে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও আনসারসহ ৭০-৮০ জন সদস্য অংশ নেন। উচ্ছেদ হওয়া ইটভাটাগুলোর মধ্যে রয়েছে ফতেপুর এলাকার এডিবি ব্রিকস, বিবিএম ব্রিকস ও স্টার ব্রিকস। প্রশাসনের উপস্থিতিতে অভিযান চলাকালে এলাকায় উৎসুক জনতার ভিড় জমে।

পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, পরিবেশ ও জনস্বার্থ রক্ষায় প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। অনুমতি ছাড়া কোনো ইটভাটা বা চুল্লি চলতে দেওয়া হবে না। এটি একদিনের অভিযান নয়, ধারাবাহিকভাবে চলবে। অভিযানে নেতৃত্বদানকারী সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হচ্ছে। ভবিষ্যতে কেউ পুনরায় অনুমোদনহীন ভাটা বা চুল্লি চালালে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের আশা, নিয়মিত অভিযান চললে পরিবেশ ও কৃষি উৎপাদন দু’টিই সুরক্ষিত হবে।