ভোলার ঘরে ঘরে গ্যাস সংযোগ, ভোলা বরিশাল সেতু ও মেডিকেল কলেজ স্থাপনসহ ৬ দফা দাবীতে আজ (২৪ মে) দুপুর ১ টায় ভোলায় বিক্ষোভ সমাবেশ ও ইন্ট্রাক অফিস অভিমুখে ঘেরাও কর্মসূচী পালন করেছে ভোলার ছাত্র-জনতা ও সর্বস্তরের মানুষ। এ সময় আন্দোলকারীরা ইন্ট্রোকো অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন।
আজ শনিবার (২৪ মে) সকাল ১১ টায় 'আমরা ভোলাবাসীর' ব্যানারে জেলা শহরের বাংলা স্কুল মাঠ চত্বরের ভাষাণী মঞ্চে অধিকার আদায়ের সমাবেশ করেন বিক্ষুব্ধরা।
এতে বক্তব্য রাখেন,ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম, ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব মুবসসিরুল হক নাঈম, বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন, আমরা ভোলাবাসী সংগঠনের সদস্য সচীব মীর মোশারেফ অমি, ইসলামী আন্দোলনের নেতা তরিকুল ইসলামসহ প্রমুখ।
সমাবেশ শেষে বিক্ষুদ্ধরা বেলা ১ টায় একটি মিছিল নিয়ে বীর শ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড সংলগ্ন গ্যাস সরবরাহকারি প্রতিষ্ঠান ইন্ট্রাকো কোম্পানীর আঞ্চলিক অফিস অভিমুখে গিয়ে তালা ঝুলিয়ে দেন।এ সময় বক্তারা দাবী আদায় না হলে গ্যাসবাহী গাড়ি ভোলার বাইরে যেতে দেয়া হবেনা বলে সাফ জানিয়ে দেন। এধরণের ধৃষ্টতা কেউ দেখালে গ্যাসের গাড়ি আটকে দেয়ার হুশিয়ারী দেন। দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও ঘোষনা দেয়া হয়।
এদিকে আন্দোলন চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলা শহরে পুলিশ, র্যাব ও কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
উল্লেখ্য, গত ৩ দশক আগে ভোলায় গ্যাস আবিস্কৃত হলেও গ্যাসের সুবিধা থেকে বঞ্চিত ভোলার মানুষ। বাসা-বাড়ীতে গ্যাস সংযোগ ও ব্যবহারের দাবীতে গত দুইবছর ধরে জেলাবাসী আন্দোলণ করে আসছেন। যৌক্তিক দাবী মানা না হলে আবারও বৃহত্তর আন্দোলনের ঘোষনা ভোলাবাসীর। ভোলা, বরিশাল, ঢাকা ও চট্রগ্রামস্থ ভোলাবাসী তাদের দাবী আদায়ের জন্য একযোগে এ আন্দোলন চালিয়ে আসছেন। আন্দোলনের এসব কর্মসূচীতে দলমত নির্বিশেষ সর্বস্তরের মানুষ অংশ নিচ্ছেন।