নারায়নগঞ্জ সংবাদদাতা : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক চেয়ারম্যান আতাউর রহমান মুকুলকে মারধর ও বিবস্ত্র করায় জড়িত উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান ও তার সহযোগীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে ঢাকা- চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএনপির একাংশের নেতা কর্মী ও সমর্থকরা। গতকাল সোমবার বিকেলে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় বিক্ষোভ পালন করা হয়। এ সময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা প্রায় এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ করে দেয়। ফলে রাস্তার দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে এমন আশ্বাস দিলে বিএনপি'র একাংশ নেতাকর্মীরা সড়ক ছেড়ে চলে যায়। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
বিএনপি নেতারা দাবি করেন, বন্দর উপজেলা পরিষদের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মহানগর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আতাউর রহমান মুকুল হরিপুর বিদ্যুৎ কেন্দ্রের ওভার হোলিংয়ের সাব কন্ট্রক্টার হিসাবে কাজটি পায়। গতকাল রবিবার কাজের চুক্তি সম্পন্ন করতে হরিপুর বিদ্যুৎ কেন্দ্রে গেলে সোনারগাঁও উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নেতৃত্বে সন্ত্রাসীরা অতর্কিতভাবে মুকুলের উপর হামলা চালিয়ে মারধর করে লাঞ্ছিত করে। তাদের দাবি বিএনপি নেতা বজলুর রহমান ও তার সন্ত্রাসী বাহিনী মুকুলের কাছে ১৫ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না পাওয়ার কারণেই পুর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা, মারধর করে হেনস্থা পর বিবস্ত্র করে। আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে কঠোর আন্দোলন হুশিয়ারি দেন তারা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আসামীদের দ্রুত গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে।