বজ্রপাতের ঝুঁকি হ্রাস ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের দু’ধারে তালগাছের চারা রোপণ করেছে আরাপপুর হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাসের নেতৃত্বে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহ সদর উপজেলার সাধুহাটি ইউনিয়ন থেকে জেলার শেষ সীমানা পর্যন্ত মহাসড়কের দুই পাশে মোট ২০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে।

ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস বলেন, “মহাসড়কের দুই ধার দিয়ে তালগাছ লাগানো হচ্ছে কারণ আমরা প্রায়ই দেখি বজ্রপাতের ঘটনা ঘটে, এতে কৃষকসহ অনেকে ক্ষতিগ্রস্ত হন। তালগাছ বজ্রপাত নিরোধক হিসেবে কাজ করে এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই চিন্তা থেকেই এই ছোট্ট প্রয়াস।”

স্থানীয়দের মতে, এই উদ্যোগ পরিবেশ সংরক্ষণে যেমন ভূমিকা রাখবে, তেমনি ভবিষ্যতে মহাসড়কের পাশ ঘেঁষে সবুজ তালগাছের সারি পথচারীদেরও দৃষ্টি আকর্ষণ করবে।