চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ। গতকাল বুধবার ভোরে উপজেলার চামুচা ও চাঁনশিকারি সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। তারা বাংলাদেশের রাজশাহী, কুড়িগ্রাম, যশোর, খুলনা, নড়াইল, রাজবাড়ি, মাগুরা, ঢাকা, রংপুর, ময়মনসিংহ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার অধিবাসী। মহানন্দা ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। পুশইনকৃতরা হলেন, রাজশাহী জেলার গোদাগাড়ি থানার আসাদুল্লাহ ইসলাম (৩৩) ও একই উপজেলার দেলোয়ার হোসেন (২৮), হযরত আলী (২৮), যশোরের চৌগাছা থানার আরিফ হোসেন (৩৮), রাজবাড়ি জেলার বালিয়াকান্দি থানার আব্দুর রহমান (৩৭), মাগুরা জেলার মাগুরা থানার সয়ন সিকদার (২২), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লুৎফর রহমান (৩৮), খুলনা জেলার সদর উপজেলার জান্নাতুল ফেরদৌস (২৬), ঢাকা জেলার আশুলিয়ার সুমি ২৫) ও একই উপজেলার আব্দুল্লাহ, কুড়িগ্রামের ফুলবাড়ি থানার এবি মোত্তালেব (৪৭) ও তার ছেলে মেহেদুল ইসলাম (২৩), একই উপজেলার মোকছেদুল হক (৩০), মুর্শিদা বিবি (৩৭), শরিফা বেগম (২৫), রমজান হক (০৩), নড়াইল জেলার কালিয়া থানার রেহেনা বেগম (৫৫), ময়মনসিংহের ফুলপুর থানার শাপলা আক্তার (২১) ও একই জেলার রুহি আক্তার (২)। ৫৯ বিজিবি সুত্রে জানা গেছে, ভোলাহাট উপজেলার চামুচা ও চাঁনশিকারি বিওপির মধ্যবর্তী ১১৯/৪ সংলগ্ন এলাকা এলাকা দিয়ে ১৯ জন জনকে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ’র ১১৯ ব্যাটালিয়ন কাঞ্চান্টার বিএসএফ ক্যাম্প সদস্যরা ভোর ৫টার দিকে পুশইন করে। পরবর্তীতে চামুচা ও চাঁনশিকারী বিওপির টহলদল তাদের আটক করতে সক্ষম হয়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা গত ২০১৯-২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময় কাজের সন্ধানে ভারতে প্রবেশ করেছিল এবং ভারতীয় পুলিশ তাদের বিভিন্ন সময় গ্রেফতার করে। তারা বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ভারতীয় পুলিশ তাদের ১১৯ ব্যাটালিয়ন বিএসএফ’র নিকট হস্তান্তর করে। পরবর্তীতে বিএসএফ ক্যাম্প সদস্যরা তাদের বাংলাদেশে পুশইন করে। ৫৯ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল গোলাম কিবরিয়া বলেন, মহানন্দা ৫৯ বিজিবি’র অধীন¯’ চামুচা ও চাঁনশিকারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে ১৯ জনকে অনুপ্রবেশ করতে দেখে বিজিবির টহল দলের সদস্যরা তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা বাংলাদেশি এবং তাদের ভোলাহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রাম-গঞ্জ-শহর
ভোলাহাট সীমান্তে ১৯ জনকে বিএসএফ’র পুশইন
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্ত দিয়ে ১৯ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষীবাহিনী বিএসএফ।
Printed Edition