গাকৃবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, গাজীপুর : মৎস্য অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম দ্রুত বাস্তবায়ন এবং সদ্য সৃজিত নতুন পদগুলোতে দ্রুত নিয়োগের দাবিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের মাৎস্যবিজ্ঞান অনুষদের সামনে এ মানববন্ধনের আয়োজন করে সাধারণ শিক্ষার্থীরা। এতে সংহতি জানিয়ে অংশগ্রহণ করেন অনুষদের ডিন, প্রফেসর ড. মুর্শিদা খান, পরিচালক (আন্তর্জাতিক বিষয়ক), প্রফেসর ড. মোঃ আমজাদ হোসেনসহ অনুষদের সিনিয়র শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বক্তারা বলেন, ২০১৫ সালে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে মৎস্য ক্যাডারের জন্য ৩৯৫টি নতুন পদ সৃষ্টির প্রস্তাব উত্থাপন করা হয়।
মতবিনিময় সভা
নাটোরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষকদের নিয়ে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি সোমবার দুপুর বারোটার দিকে শহরের মির পাড়া নিজ কার্যালয়ে বাংলাদেশ গার্ল গাইডস এসোসিয়েশন নাটোর সদর উপজেলা শাখার আয়োজনে মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর সদর উপজেলা নির্বাহী অফিসার আখতার জাহান সাথী। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নূর-উন-নাহার রুবিনা।
নেটওয়ার্কিং প্রশিক্ষণ
চৌগাছা (যশোর)
চৌগাছায় যুব উন্নয়ন অধিদপ্তরাধীন ‘‘টেকনোলজি এমপাওয়ারমেন্ট সেন্টার আন হুইলস ফর আন্ডার প্রিভিলেইজড রুরাল ইয়ং পিপল অব বাংলাদেশ (টেকাব ২য় পর্যায়)’’ শীর্ষক প্রকল্পের আওতায় দুই মাস মেয়াদি কম্পিউটার ও নেটওয়ার্কিং বিষয়ে প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে।সোমবার বেলা সাড়ে দশটায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সুভাষ চন্দ্র চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা ফারজানা ইসলাম।
উপবৃত্তি প্রদান
কালাই (জয়পুরহাট) : কালাই উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের ঝামুটপুর চাঁন্দাইর দারুল উলুম দ্বি-মুখী দাখিল মাদরাসা অডিটোরিয়ামে গত ৫ মে সোমবার মাদরাসার শিক্ষার মানন্নোয়নের লক্ষ্যে ইবতেদায়ী শাখায় মা সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। এডহক কমিটির সভাপতি আবুল খায়ের মোঃ ইমতিয়াজ আলীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন মাদ্রাসার পিটিএ কমিটির সভাপতি ও অভিভাবক সদস্য মাওলানা মোঃ মোজাফফর হোসেন।
বীজ-সার বিতরণ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের রায়গঞ্জে পারিবারিক পুষ্টি বাগান স্থাপনের লক্ষ্যে কৃষকদের মাঝে বীজ সারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে উপজেলা কৃষি অফিসের সামনে পুষ্টি বাগানের এ উপকরণ বিতরণ করা হয়। কৃষি অফিস সূত্রে জানা যায়, অনাবাদি পতিত জমি ও বাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় উপজেলার ৯ ইউনিয়নের ৩৬ জন কৃষকদের ৩ মৌসুমের শাক সবজির বীজ, ৬ টি ফলের চারা, ১টি বীজ সংরক্ষণ পাত্র, ১ বস্তা জৈব সার, রাসায়নিক সার, নেট, ঝাঁঝরি ও সাইনবোর্ড প্রদান করা হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারী ও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
নাঙ্গলকোটে ট্রেনের ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু
নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা : ঢাকা-চট্টগ্রাম রেলপথের কুমিল্লার নাঙ্গলকোটে ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সম্প্রতি ঢাকাগামী আন্তঃনগর চট্টলা এক্সপ্রেস ট্রেনটির ছাদে করে অজ্ঞাত কিশোর ছেলেটি ভ্রমণ করছিলো। ট্রেনটি নাঙ্গলকোট রেল স্টেশনে প্রবেশের সময় ছাদ থেকে ছেলেটি পড়ে গিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নাঙ্গলকোট রেল স্টেশন মাস্টার জামাল হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ওই কিশোরের পরিচয় শনাক্ত করা যায়নি। লাকসাম রেলওয়ে থানা অফিসার ইনচার্জ এমরান হোসেন বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এখনো লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।