শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিজিবির চাকরি দেয়ার নামে চাঁদাবাজির অভিযোগে মাসুম রানা (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তি উপজেলার মনাকষা ইউনিয়নের হাউসনগর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে। মামলা সূত্রে জানা যায়, গত তিন মাস আগে বিজিবির চাকরি হয়েছে মাসুম রানার আপন ভাগনের। চাকরি হওয়ার পর থেকে মাসুম তার বোনের কাছে ৭ লাখ টাকা দাবি করে আসছেন। তার দাবি- তার ভাগনের চাকরি তিনি কোনো এক দালালের মাধ্যমে করে দিয়েছেন। এজন্য দালালকে এখন ৭ লাখ টাকা দেওয়া লাগবে। প্রতিনিয়ত মাসুম এভাবে টাকা দাবি করতে থাকলে এক পর্যায় মাসুমের বিরুদ্ধে মামলা করেন তার বোন। শিবগঞ্জ থানার ওসি গোলাম কিবরিয়া জানান, ভাগনের বিজিবির চাকরি হয়েছে শুনে ভাগনের স্বজনদের কাছে চাঁদাদাবি মামলায় তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।