ফেনী সংবাদদাতা : ফেনীতে গতকাল বুধবার সকালে পৌর মিলনায়তনে পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ(পিএফজি) আয়োজিত এক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সুজন ফেনী জেলা সেক্রেটারি সাংবাদিক শাহাদাত হোসেনের সভাপতিত্বে ও হাঙ্গার প্রজেক্ট জেলা কোঅর্ডিনেটর মোর্শেদ হোসেনের সঞ্চালনায় উক্ত সংলাপে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের উপ-পরিচালক সাহাব উদ্দিন, নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তা, জামায়াতের জেলা আমীর মাওলানা আবদুল হান্নান, বিএনপির জেলা আহ্বায়ক শেখ ফরিদ বাহার, খেলাফত মজলিসের সভাপতি মাওলানা বিএনপির জেলা যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, ইসলামী আন্দোলন জেলা সেক্রেটারি মাওলানা একরামুল হক, জেলা জামায়াতের প্রচার সম্পাদক আনম আবদুর রহিম। এছাড়া ইমাম, পুরোহিত, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। দেশে সুশাসন ব্যাহত হলেই নানা সমস্যা সৃষ্টি হয়। তাই সুশাসন যেন ব্যাহত না হয় এবং সাম্প্রতিক সম্প্রীতি যাতে বিনষ্ট না হয় সেটা সকলকে লক্ষ্য রাখতে হবে।