গ্রাম-গঞ্জ-শহর
টুকরো খবর
ভবিষ্যতের সম্ভাব্য ভোগান্তি এড়াতে ঢাকার সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নভুক্ত আইচানোয়াদ্দা মৌজার চাপাইন এলাকা নিয়ে গঠিত ৩ নং ওয়ার্ডটি পৌরসভার অন্তর্ভুক্ত না করে ইউনিয়ন পরিষদের আওতায় বহাল রাখার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে এক চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
Printed Edition

এলাকাবাসীর চিঠি
সাভার সংবাদদাতা : ভবিষ্যতের সম্ভাব্য ভোগান্তি এড়াতে ঢাকার সাভার উপজেলার সাভার সদর ইউনিয়নভুক্ত আইচানোয়াদ্দা মৌজার চাপাইন এলাকা নিয়ে গঠিত ৩ নং ওয়ার্ডটি পৌরসভার অন্তর্ভুক্ত না করে ইউনিয়ন পরিষদের আওতায় বহাল রাখার দাবি জানিয়ে স্থানীয় সরকার বিভাগে এক চিঠি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
মঙ্গলবার (১০ মার্চ) এলাকাবাসীর পক্ষে স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর আবেদনটি দাখিল করেন ওই এলাকার স্থানীয় বাসিন্দা এবং চাপাইন নিউ মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহিম।
সম্প্রতি এলাকাটি পৌরসভার আওতাভুক্ত করতে পৌর প্রশাসন কর্তৃক নেওয়া উদ্যোগের প্রতিবাদে আবেদনটি করেন তিনি।
এ প্লাস ক্যাম্পেইন
শান্তিগঞ্জ সংবাদদাতা : শান্তিগঞ্জ উপজেলায় দিনব্যাপী জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার সকালে ঘটিকায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো: ইকবাল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা, স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা: তারিক জামিল অপু, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই ইনচার্জ জৌত্যিময় তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, নিরাপদ খাদ্য পরিদর্শক শহিদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত মিউ ওয়াইফ, নার্স ও কর্মচারীবৃন্দ।
শিক্ষা বৈঠক
চকরিয়া সংবাদদাতা : চকরিয়া পৌরসভা ৬ নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর বাছাইকৃত কর্মী ও অগ্রসর সহযোগীদের নিয়ে শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকাল তিনটায় চকরিয়া উম্মাহাতুল মো’মেনীন মহিলা দাখিল মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা বৈঠক ও ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন ৬ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি জামাল হোসাইন। ওয়ার্ড সেক্রেটারি তৌহিদুল ইসলামের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. আরিফুল কবির। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া পৌরসভা জামায়াতের নায়েবে আমীর মো. ফখরুল ইসলাম ও সেক্রেটারি মাওলানা কুতুব উদ্দিন হেলালী।
এলাকাবাসীর বিক্ষোভ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপাল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য শেখ মো. আবু সাঈদকে গ্রেফতারের দাবিতে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ মার্চ) সকাল দশটায় উপজেলার বাঁশতলী ইউনিয়নের কালীগঞ্জ বাজারে এই মিছিল করেছে স্থানীয় জনতা। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত থেকে বক্তব্য দেন, শেখ আল মামুন, ময়েন চৌধুরী, মনি শিকদার, দুলাল, শেখ কায়জার, জুরাইস, শেখ রঞ্জু, শরিয়তউল্লাহ, শেখ দাউদ, আর্শাব আলী, মকলেছ চৌধুরী, শেখ আবু হাসান প্রমুখ। এ সময় শতাধিক স্থানীয় জনতা উপস্থিত হন। তারা চাঁদাবাজ ভূমিদস্যু ও সন্ত্রাসী আবু সাঈদকে এখনো পর্যন্ত গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করেন।
মানববন্ধন
গাইবান্ধা সংবাদদাতা : ধর্ষকের বিচার ও সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে গাইবান্ধায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। গত বুধবার বেলা ১১টায় শহরের গানাসাস মার্কেটের সামনে গাইবান্ধার উদ্যোক্তাবৃন্দের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপি এ কর্মসূচিতে জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি, বাংলাদেশ (নাসিব) গাইবান্ধা জেলা সভাপতি ইঞ্জি মোঃ আমজাদ হোসেন, নাসিব নারী উদ্যোক্তা কাউন্সিল সভাপতি মাহাবুবা সুলতানা, পরিচালক তাসলিমা আজম, হামিমা তন্নী, রনী চাকি, নাসিব সচিব সিফতান আহমেদ, সাংবাদিক বিপ্লব, নারী ফুটবলার মেহেজাবিন, আলেফা, উদ্যোক্তা সংগঠক মনিরা পারভীন, গিনি, নুর-ই-শাহরী, শফিকুলসহ উদ্যোক্তা, ব্যবসায়ী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রেস ব্রিফিং
নরসিংদী সংবাদদাতা : নরসিংদীতে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে বুধবার নরসিংদীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেন কক্ষে সাংবাদিকদের সাথে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। নরসিংদীর সিভিল সার্জন ডা. সৈয়দ মোঃ আমিরুল হক শামীম এতে সভাপতিত্ব করেন।
প্রেস ব্রিফিং সিভিল সার্জন জানান, আগামী ১৫ মার্চ, শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একযোগে নরসিংদী জেলার ৬টি উপজেলার ১৭৬৪টি কেন্দ্রে প্রায় চার লক্ষ শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ৪২ হাজার ৯০৮ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ২৮ হাজার ৫৫৪ জন শিশুকে একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
এই ক্যাম্পেইন সফল করতে সাংবাদিকদের সহায়তা কামনা করেন নরসিংদী সিভিল সার্জন ডা. মোঃ সৈয়দ আমিরুল হক শামীম।
পুরস্কার বিতরণ
সাপাহার (নওগাঁ) : বুধবার বেলা সাড়ে ১২টায় সাপাহার ক্যামব্রিয়ান ক্যাডেট স্কুল এন্ড কলেজ এর অডিটোরিয়ামে “পৃথিবীকে গড়তে হলে সবার আগে নিজেকে গড়ো”, “সমৃদ্ধ শাধা মুখরিত আসর” এবং “আমাদের হাসি গানে, কথা ও কাজে মুখরিত হবে ধারা নতুন সাজে” এই স্লোগান গুলোকে সামনে রেখে ফুলকুঁড়ি আসর এর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান সাপাহার ক্যামব্রিয়ান স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে।