শরণখোলা সংবাদদাতা : একটি হলেও বৃক্ষরোপণ করবো জনে জনে” সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” এই স্লোগানকে সামনে রেখে দেশব্যাপী শিবিরের বৃক্ষরোপণ কর্মসূচির ধারাবাহিকতায় বুধবার সকাল ১০:০০ টায়,শরণখোলা উপজেলা (উত্তর) ইসলামী ছাত্রশিবির বৃক্ষরোপন কর্মসূচির আয়োজন করে। আমতলী ইসলামিয়া কামিল মাদরাসায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন, শরণখোলা উপজেলা উত্তর শাখা শিবির সভাপতি জনাব হাফেজ মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন, ছাত্রশিবির উত্তর শাখার সেক্রেটারি জনাব, রাকিব হাসান (আলভী), ছাত্রশিবিরের সাবেক সভাপতি হাফেজ আব্দুল আলিম ,সহ শিবিরের অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে শিবির সভাপতি বলেন, পরিবেশগত বিপর্যয় রোধ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে শিবিরের এই অগ্রযাত্রায় সকলের অংশগ্রহণই আমাদের কাম্য। এই কর্মসূচি আমাদের নিজেদের এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তোলার শিক্ষা দেয়।

আগামী প্রজন্মের জন্য গাছের প্রতি দায়বদ্ধতা এবং এক অনন্য অবদান হিসেবে বৃক্ষরোপণকে দেখা হয়।

আমতলী ইসলামিয়া কামিল মাদরাসার সহঃ অধ্যক্ষ মাওলানা বোরহান উদ্দিন ,মাওলানা জাকারিয়া হোসাইন , খোন্তাকাটা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ খান উপস্থিত থেকে বিভিন্ন ধরনের ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন।