তালা (সাতক্ষীরা) সংবাদদাতা : “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়, আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় সাতক্ষীরা তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত ২০২৬ পালিত হয়েছে। গত ৩ জানুয়ারি ২৬ র‌্যালি শেষে উপজেলা সমাজসেবা কার্যালয় সামনে এক আলোচনা সভার আয়োজন করা হয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সহকর্মী তৌফিক ইমরানের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোহাম্মদ আকবর হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিঠু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ সাইদুর রহমান সাঈদ, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক ও উত্তরণের প্রতিনিধি মীর জিল্লুর রহমান প্রমুখ।

কম্বল বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ায় সামাজিক সংগঠন মানব কল্যাণ তহবিলের উদ্যোগে উপজেলার কামারআলী হিফয মাদরাসার ৫০ শিক্ষার্থীর মাঝে কম্বল ও কার্পেট বিতরণ করা হয়েছে। গত ৩ ডিসেম্বর বাদ মাগরিব সামাজিক সংগঠনটি এ শীত সামগ্রী বিতরণ করে।

এই সময় উপস্থিত ছিলেন সামাজিক সংগঠনটির পরিচালক মোঃ জাকির হোসেন, নির্বাহী সদস্য ইমন হোসেন, মাদরাসার শিক্ষক হাফেজ আসলাম হোসাইন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বর্ষপূর্তি উদযাপন

নকলা (শেরপুর) : নকলা উপজেলার গণপদ্দীতে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথ কেয়ার সেন্টারের বর্ষপূর্তি সোমবার ৫ জানুয়ারি বিকালে মানবিক আয়োজনের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম। হেলথ কেয়ার সেন্টারের ম্যানেজার শরিফুল ইসলামের সঞ্চালনায় ও জাতীয় এনজিও রিসডার চেয়ারম্যান নুরুজ্জামান মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন রাজিয়া সামাদ ডালিয়া, অধ্যাপক তাসলিমা বেগম, খন্দকার রাকিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান।

বিদায় সংবর্ধনা

মীরসরাই উপজেলার দক্ষিণ খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এর সহকারি শিক্ষিকা মসফুরা বেগমের বিদায়ি সংর্বধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। তিনি সুদীর্ঘ ৩৩ বছর ৪দিন পর শিক্ষকতা জীবনের পরিসমাপ্তি করে।

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত মীরসরাই উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মাঈন উদ্দিন।

দক্ষিণ খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় এতে এতে আরো উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সাবেক সভাপতি সিরাজুল ইসলাম, আশরাফ উদ্দিন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা শামসুল হুদা, অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রহিমা বেগম প্রমুখ।

বিদায় সংবর্ধনা

আমতলী (বরগুনা) : আমতলীর দক্ষিণ তক্তাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম ছোবহানের অবসর গমন উপলক্ষে বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সম্প্রতি বিদ্যালয়ের হল রুমে বিদ্যালয় ব্যবস্থপনা কমিটির সভাপতি এনামুল হক খান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. জিয়াদ হাসান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক প্রবীণ রাজনীতিবিদ মো. মকবুল হোসেন খান, গুরদল মাধ্যমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি উপজেলা ছাত্রদল সদস্য সচিব মো. ইমরান খান প্রমুখ।