রাজবাড়ী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জামায়াত কর্মীদের নৈতিক বলে বলীয়ান হয়ে রাজনৈতিক প্রজ্ঞার সাথে মাঠে ময়দানে ভূমিকা রাখতে হবে। এখন থেকে জামায়াত কর্মীরা কোন ভাল কাজে পিছিয়ে থাকবে না।

গতকাল সোমবার রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। রাজবাড়ী জেলা জামায়াতের উদ্যোগে জেলা ও উপজেলা কর্মপরিষদ, শূরা সদস্য এবং পৌরসভা ও ইউনিয়ন সমূহের ওয়ার্ড সভাপতি ও সেক্রেটারি সমাবেশ স্থানীয় রতœা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। জেলা সেক্রেটারী মোঃ আলীমুজ্জামান এর সঞ্চালনায় এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলা আমীর এডভোকেট নুরুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য, সাংগঠনিক সেক্রেটারি মোঃ দেলোয়ার হোসাইন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ফরিদপুর জেলা আমীর মোঃ বদরুদ্দীন, কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও অঞ্চল টিম সদস্য মোঃ শামসুল ইসলাম আল বরাটি প্রমুখ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, স্থানীয় সংগঠনকে শক্তিশালী নেতৃত্ব তৈরির ব্যাপারে ভূমিকা রাখতে হবে, জামায়াত নেতাদের অনেক বেশি জনসম্পৃক্ত হতে হবে। জামায়াত কর্মীদেরকে মানুষের মন, মগজ এবং চরিত্র সংশোধনের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যেতে হবে, এই চেষ্টায় হতাশ হওয়ার সুযোগ নেই। একজন মজবুত ঈমানদার কোন ধরনের লোভ লালসার কাছে পরাজিত হবে না, এটা হচ্ছে ঈমানের প্রথম এবং প্রধান দাবি। জামায়াত কর্মীরা পরকালের কঠিনতম দিনে মহাপরাক্রমশালী আল্লাহর দরবারে জবাবদিহির অনুভূতি নিয়ে ময়দানে কাজ করে এবং সাংগঠনিকভাবে নেতৃত্বের প্রতি সজাগ দৃষ্টি রাখা হয় তাই জামায়াত নেতৃবৃন্দ তুলনামূলকভাবে সৎ হয়। এই সকল সৎ নেতৃত্বকে জনগণের সামনে সুন্দরভাবে উপস্থাপন করতে হবে, এই দায়িত্ব ময়দানে কর্মীরাই পালন করে থাকে।

তিনি বলেন, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার অপরাধ এতো বেশি এতো বিপুল যে তার নৈতিক সাহস ছিল না ৩৬ জুলাই পরবর্তী এদেশে থাকার চিন্তা করা, আর তাই আকাশ পথে উড়াল দিয়ে নিজের পছন্দের জায়গায় পৌঁছে গেছে। তিনি আরো বলেন, আজ স্বৈরাচারের সুরে যারা কথা বলে তাদের প্রেম স্বৈরাচারীর সাথে একই সূত্রে যে গাঁথা জনগণ আজ তা বুঝে গেছে। জামায়াত অতীতে কখনোই কাউকে পরোয়া করে পথ চলেনি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও চলবে না। জামায়াত আল্লাহর উপর তাওয়াককুল করেই ময়দানে বিচরণ করে যাচ্ছে। জামায়াত বিশ্বাস করে নিজের সামর্থ্য নয় আল্লাহর সাহায্যই বিজয়ের প্রথম শর্ত, আমাদের মনে রাখতে হবে আল্লাহর সাহায্যই মুমিনের বিজয়কে ত্বরান্বিত করে। কারা, কখন, কোথায় কিভাবে স্বৈরাচারকে সহযোগিতা করেছে তা আজ স্পষ্ট হতে শুরু করেছে। জনগণের সামনেও আজ তা পরিষ্কার। জামায়াত কর্মীরা নিজেদেরকে গণমুখী, জনদরদী মানুষ হিসেবে নিজেকে সমাজের সামনে উপস্থাপন করবে, এটা তাদের দায়িত্ব এই দায়িত্ব পালন করেই তাকে আল্লাহর সন্তুষ্টি মাধ্যমে পরকালীন মুক্তি নিশ্চিত করতে হবে।

প্রধান অতিথি রাজবাড়ীর ২ টি আসনে আগামী জাতীয় নির্বাচনের জন্য জামায়াতের ২ জন প্রার্থীর নাম ঘোষণা করেন এবং তাদের কে পরিচয় করিয়ে দেন। রাজবাড়ী-১ আসনে এডভোকেট নূরুল ইসলাম এবং রাজবাড়ী-২ আসনে মোঃ হারুন অর রশীদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মোঃ হাসমত আলী হাওলাদার জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হেলাল উদ্দিন জেলা কর্মপরিষদ সদস্য মোঃ হারুন অর রশীদ, রাজবাড়ী পৌরসভা আমীর ডাঃ মোঃ হাফিজুর রহমান বালিয়াকান্দি উপজেলা আমীর মাওলানা আব্দুল হাই জোয়ার্দার প্রমুখ।