বাউফল (পটুয়াখালী) সংবাদদাতা : পটুয়াখালীর বাউফলে নকল স্ট্যাম্প ব্যবহার করে জাল দলিল তৈরির অভিযোগে মো. তরিকুল ইসলাম (২৫) নামের এক যুবককে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত ২৩ নভেম্বর রাত সাড়ে ৮টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ মিলুর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

দ-প্রাপ্ত তরিকুল ইসলাম নওমালা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আলতাফ মাতবরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে নকল স্টাম্প ব্যবহার ও জাল দলিল তৈরির অভিযোগ প্রমাণিত হওয়ায় মামলা নং ৮২/২৫-এর প্রেক্ষিতে দ-বিধি ১৮৬০ এর ১১৮ ধারা লঙ্ঘনের দায়ে এ শাস্তি দেয়া হয়।