সিলেট প্রেসক্লাব-মাহা অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ শনিবার সন্ধ্যায় দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ কুশিয়ারা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে। সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
এবারের প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন সময় টিভির ইকরামুল কবির, আরটিভির কামকামুর রাজ্জাক রুনু, দৈনিক সংগ্রামের কবির আহমদ, এখন টিভির গোলজার আহমেদ, দেশ টিভির খালেদ আহমদ, দৈনিক সিলেটের ডাকের সাঈদ নোমান, দৈনিক খবরপত্রের এম এ মতিন, দৈনিক শুভ প্রতিদিনের মো. ফয়ছল আলম, এনটিভির আনিস রহমান, ডেইলী স্টারের শেখ আশরাফুল আলম নাসির, ইন্ডিপেনডেন্ট টিভির মঞ্জুর আহমদ, দৈনিক প্রথম আলোর মানাউবী সিংহ, দৈনিক ইনকিলাবের শেখ আব্দুল মজিদ, দৈনিক সবুজ সিলেটের শাহ মো. কয়েছ আহমদ ও চ্যানেল টোয়েন্টি ফোরের দিপক বৈদ্য দিপু।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সাংবাদিকতা একটি মর্যাদাপূর্ণ পেশা। একজন সাংবাদিক কাজের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠ মানুষ হিসেবে তৈরি করতে পারেন। সততা, নৈতিকতা ও পেশাদারিত্বকে সমুন্নত রেখে সাংবাদিকতাকে এগিয়ে নিতে তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। পরে প্রধান অতিথি পুরস্কারপ্রাপ্ত ১৫ সাংবাদিকের হাতে সম্মাননা ও ক্রেস্ট তুলে দেন।