গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বাঁশতলী এলাকায় মকসবিলে ডিঙি নৌকা ডুবে নিখোঁজ হওয়া তিন বন্ধুর মধ্যে আরেকজনের লাশ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে স্থানীয়রা পানিতে কচুরিপানার সঙ্গে ভেসে থাকা অবস্থায় মেহেদী হাসানের লাশ দেখতে পেয়ে স্বজনদের খবর দেয়। পরে তারা লাশটি উদ্ধার করে নিজ গ্রামের বাড়ি সুরিচালায় নিয়ে যায়।

নিহত মেহেদী হাসান (১৮) কালিয়াকৈর উপজেলার মৌচাক সুরিচালা এলাকার বাসিন্দা সফিকুল ইসলামের ছেলে। এর আগে শনিবার ফায়ার সার্ভিসের ডুবুরি দল অপর দুই নিখোঁজÍমাহমুদ হাসান শিমুল (১৯) ও রফিকুল ইসলাম (১৯) এর লাশ উদ্ধার করে।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে মৌচাক ও আশুলিয়ার পাঁচ তরুণ বন্ধু মিলে মকসবিলে বেড়াতে এসে একটি ডিঙি নৌকায় চড়ে ভ্রমণে বের হয়। হঠাৎ বৈরী আবহাওয়ায় দমকা হাওয়ার কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ সময় দুইজনকে স্থানীয়রা জীবিত উদ্ধার করতে পারলেও বাকিরা পানিতে নিখোঁজ হয়।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল উদ্ধার অভিযান শুরু করে। শুক্রবার রাত পর্যন্ত অভিযান চললেও আবহাওয়া খারাপ থাকায় তা স্থগিত করা হয়। শনিবার সকাল থেকে আবার উদ্ধার অভিযান শুরু হলে দুইজনের লাশ উদ্ধার করা হয়। শেষ পর্যন্ত রোববার সকালে মেহেদী হাসানের লাশ ভেসে ওঠে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনস্পেক্টর ইফতেখার হাসান রায়হান চৌধুরী জানান, “নৌকা ডুবে নিখোঁজ তিন বন্ধুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমাদের টিম টানা চেষ্টা চালিয়েছে এবং পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।”

ঘটনাটি এলাকায় শোকের ছায়া ফেলেছে। এই মর্মান্তিক দুর্ঘটনা তরুণ প্রাণের মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।